Aparajita Adhya Viral Video: নীল শর্ট ড্রেসে 'তু মিলের' সঙ্গে নাচছেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

Last Updated:

তাঁর নাচ (Aparajita Adhya Viral Video) মনে ধরল ভক্তদের৷

#কলকাতা: আপরাজিতা আঢ্য (Aparajita Adhya) খুবই জনপ্রিয় অভিনেত্রী৷ টিভি হোক বা বড় পর্দা, সকলেই খুব পছন্দ করেন তাঁদের প্রিয় অপাদিকে৷ তবে শুধু অভিনয় নয়, নাচেও খুবই পটু অপরাজিতা আঢ্য৷ অর্থাৎ যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর নাচেন (Aparajita Adhya dance) তিনি৷ মাঝে মধ্যেই সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ আর অপাদির নাচে মুগ্ধ তাঁর ভক্তরা৷ এমনই এক ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ নীল রঙের জামা পরে এক মনোরম লোকেশনে মন খুলে নাচলেন অপরাজিতা৷ বিখ্যাত হিন্দি গান তু মিলে দিল খিলের সঙ্গে তাঁর এই নাচের ভিডিও ভাইরাল(Viral Video)৷ তবে শুধু নাচ নয়, অপার মিষ্টি মুখের হাসিতেই নজর কাড়ল বেশি৷
advertisement
একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা (Aparajita Adhya actress)৷ ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সব পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এমনকী হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি৷ একসঙ্গেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি৷ বহু ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি যে খুবই ভাল অভিনেত্রী তা নিয়ে কোনও সন্দেহই নেই৷
advertisement
advertisement
তবে করোনা ভাইরাস ও লকডাউনের ফলে কিছুটা কাজের গতি কমেছে সব অভিনেতা-অভিনেত্রীর৷ অনেক ছবির কাজ পিছিয়ে গিয়েছে৷ ছবি মুক্তি বন্ধ রয়েছে৷ একই সঙ্গে সিরিয়ালগুলিও শ্যুট ফ্রম হোম হচ্ছে কখনও কখনও৷ এখন যদিও পরিস্থিতি কিছুটা অন্যরকম৷ দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত কমেছে৷ পরিচালক পাভেলের ছবি মন খারাপ অভিনয় করছেন অপরাজিতা৷ শ্যুটিং-ও হয়ে গিয়েছে৷ কিছুটা টালমাটাল অবস্থা কাটিয়ে উঠছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ তবে তার মাঝেই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অপরাজিতা আঢ্যও৷ তিনি বেশ সক্রিয় ইনস্টাগ্রামে৷ সেখানে তিনি নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করেন৷ সুন্দর একটি লোকেশনে দারুণ উপস্থাপনা করলেন অপাদি৷ তাঁর নাচও মনে ধরল ভক্তদের৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya Viral Video: নীল শর্ট ড্রেসে 'তু মিলের' সঙ্গে নাচছেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement