Home /News /entertainment /
Aparajita Adhya Viral Video: নীল শর্ট ড্রেসে 'তু মিলের' সঙ্গে নাচছেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

Aparajita Adhya Viral Video: নীল শর্ট ড্রেসে 'তু মিলের' সঙ্গে নাচছেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

অপরাজিতা আঢ্য নাচ, ভাইরাল ভিডিও

অপরাজিতা আঢ্য নাচ, ভাইরাল ভিডিও

তাঁর নাচ (Aparajita Adhya Viral Video) মনে ধরল ভক্তদের৷

  • Share this:

#কলকাতা: আপরাজিতা আঢ্য (Aparajita Adhya) খুবই জনপ্রিয় অভিনেত্রী৷ টিভি হোক বা বড় পর্দা, সকলেই খুব পছন্দ করেন তাঁদের প্রিয় অপাদিকে৷ তবে শুধু অভিনয় নয়, নাচেও খুবই পটু অপরাজিতা আঢ্য৷ অর্থাৎ যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর নাচেন (Aparajita Adhya dance) তিনি৷ মাঝে মধ্যেই সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ আর অপাদির নাচে মুগ্ধ তাঁর ভক্তরা৷ এমনই এক ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ নীল রঙের জামা পরে এক মনোরম লোকেশনে মন খুলে নাচলেন অপরাজিতা৷ বিখ্যাত হিন্দি গান তু মিলে দিল খিলের সঙ্গে তাঁর এই নাচের ভিডিও ভাইরাল(Viral Video)৷ তবে শুধু নাচ নয়, অপার মিষ্টি মুখের হাসিতেই নজর কাড়ল বেশি৷

আরও পড়ুন Yuvaan Viral Video: মা নাচছেন 'বাম-চিকি', মামা জিৎ-এর কোলে বসে চোখ গোল গোল ছোট্ট ইউভানের, ভাইরাল ভিডিও

একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা (Aparajita Adhya actress)৷ ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সব পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এমনকী হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি৷ একসঙ্গেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি৷ বহু ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি যে খুবই ভাল অভিনেত্রী তা নিয়ে কোনও সন্দেহই নেই৷

তবে করোনা ভাইরাস ও লকডাউনের ফলে কিছুটা কাজের গতি কমেছে সব অভিনেতা-অভিনেত্রীর৷ অনেক ছবির কাজ পিছিয়ে গিয়েছে৷ ছবি মুক্তি বন্ধ রয়েছে৷ একই সঙ্গে সিরিয়ালগুলিও শ্যুট ফ্রম হোম হচ্ছে কখনও কখনও৷ এখন যদিও পরিস্থিতি কিছুটা অন্যরকম৷ দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত কমেছে৷ পরিচালক পাভেলের ছবি মন খারাপ অভিনয় করছেন অপরাজিতা৷ শ্যুটিং-ও হয়ে গিয়েছে৷ কিছুটা টালমাটাল অবস্থা কাটিয়ে উঠছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ তবে তার মাঝেই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অপরাজিতা আঢ্যও৷ তিনি বেশ সক্রিয় ইনস্টাগ্রামে৷ সেখানে তিনি নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করেন৷ সুন্দর একটি লোকেশনে দারুণ উপস্থাপনা করলেন অপাদি৷ তাঁর নাচও মনে ধরল ভক্তদের৷

Published by:Pooja Basu
First published:

Tags: Aparajita Adhya, Viral Video