রোগী বাঁচাতে ‘‌বাথরুম স্ক্রাবার’‌!‌ বাংলা সিরিয়ালের কাণ্ড দেখে হেসে খুন নেটিজেনরা

Last Updated:

বাস্তবে মরণাপন্ন রোগীকে বাঁচাতে চিকিৎসকরা অনেক সময়েই শকের ব্যবহার করে থাকেন। যাতে ফের হৃদযন্ত্র সচল হয়। কিন্তু যে যন্ত্রের মাধ্যমে শক দেওয়া হয়, তার বদলেই এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে একজোড়া ফ্লোর স্ক্রাবার।

#‌কলকাতা:‌ বছরের পর বছর বলিউড থেকে টলিউড, একের পর এক অদ্ভুত কাণ্ড কারখানা উপহার দিয়েছে সাধারণ মানুষকে। সেখানে বারবার হার মেনেছে বিজ্ঞান, উল্টে গিয়েছে পদার্থবিদ্যা, চিকিৎসা বিদ্যার সমস্ত নিয়ম। তেমনই এক উদাহরণ তুলে ধরেছে বাংলা সিরিয়াল ‘‌কৃষ্ণকলি’‌। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিরিয়ালের ৭০৪ নম্বর এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিন শট। যেখানে চিকিৎসক নায়ক নিখিলের দাদা অরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তাঁকে বাঁচাতে শক দেওয়ার জন্য চিকিৎসক আসল যন্ত্রের বদলে ব্যবহার করছেন ফ্লোর স্ক্রাবার। যা দেখে সত্যিই হাসি পাওয়ারই কথা।
advertisement
আর এমন ভাবে স্ক্রাবার দু'টি ব্যবহার করা হয়েছে যে তা সহজেই দর্শকদের নজরে পড়েছে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিমের বন্যা।
advertisement
অসুস্থ অরুণ হাসপাতালে ভর্তি। তাঁকে বাঁচানোর বা সুস্থ করার শেষ চেষ্টা চলছে। বাস্তবে মরণাপন্ন রোগীকে বাঁচাতে চিকিৎসকরা অনেক সময়েই শকের ব্যবহার করে থাকেন। যাতে ফের হৃদযন্ত্র সচল হয়। কিন্তু যে যন্ত্রের মাধ্যমে শক দেওয়া হয়, তার বদলেই এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে একজোড়া ফ্লোর স্ক্রাবার। প্রোমোতে দেখা যাচ্ছে, চিকিৎসক বলছেন, ‘‌আমি জানি না, উনি বাঁচবেন কি না, তবে আমরা সবরকম চেষ্টা করব।’‌ তারপরই শক দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে স্ক্রাবার।
advertisement
সম্প্রতি অন্য একটি কারণে হিন্দি ধারবাহিক ‘‌ইয়েহ রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়’‌ আলোচনায় এসেছিল, কারণ সেখানে দেখানো হয়েছিল ভবিষ্যতের দুনিয়ায় ঠিক প্রেম কেমন হবে। সেখানেও অবাক সব কাণড হয়েছিল। আর এক্ষেত্রে ডাক্তারি হয়ে গেল হাসির খোরাক। কারণ যেটি ব্যবহার করা হয়েছে, সেটি Scotch-Brite Bathroom Brush। এটির ডেসক্রিপশনে অ্যামাজনে লেখা আছে, যে এটি বাথরুমের ফ্লোর ক্লিনিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটি যে এভাবে অন্য কাজেও লাগাবেন পরিচালক, তা কে জানতো?‌
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোগী বাঁচাতে ‘‌বাথরুম স্ক্রাবার’‌!‌ বাংলা সিরিয়ালের কাণ্ড দেখে হেসে খুন নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement