Bangla serial TRP: এক ধাক্কায় অনেক নীচে 'শ্রীময়ী', টিআরপি যুদ্ধে 'সর্বজয়া' থেকে 'মিঠাই' কে কোথায়

Last Updated:

Bangla serial TRP: গত সপ্তাহে দুই নম্বরে উঠে এসেছিল দেবশ্রী রায়ের ধারাবাহিক 'সর্বজয়া'।

#কলকাতা: টিআরপি (Bangla serial TRP) দৌড়ে যে জি বাংলার ধারাবাহিক লম্বা রেসের ঘোড়া তা প্রায় স্পষ্ট। এই সপ্তাহেও ১১.৫ রে‌টিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় এক নম্বরে 'মিঠাই'। গত সপ্তাহে দুই নম্বরে উঠে এসেছিল দেবশ্রী রায়ের ধারাবাহিক 'সর্বজয়া'। কিন্তু এই সপ্তাহে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে জি বাংলার এই ধারাবাহিক। দুই নম্বরে আবার ফিরে এসেছে জি বাংলার 'অপরাজিতা অপু'। এর রেটিং পয়েন্ট ৮.২। দুই নম্বরে রয়েছে জি বাংলারই আরও একটি ধারাবাহিক 'যমুনা ঢাকি'। একই রেটিং পয়েন্ট।
তিন নম্বরে রয়েছে 'সর্বজয়া' যার রে‌টিং পয়েন্ট ৭.৯। তার পরেই চার নম্বরে (Bangla serial TRP) রয়েছে 'কৃষ্ণকলি' যার রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৭.৮। পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'খড়কুটো'। এই ধারাবাহিকে এখন গুনগুন ও সৌজন্যের মধ্যে মান অভিমান পর্ব চলছে। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ৭.৫। ছয় নম্বরে রয়েছে 'ধুলোকণা' যার রেটিং পয়েন্ট ৭.২। তার পরেই ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'রাসমণী'। আর তার পরেই আট নম্বরে রয়েছে 'কড়ি খেলা' যার রেটিং পয়েন্ট ৬.৬।
advertisement
নয় নম্বরেও রয়েছে স্টার জলসার 'মহাপীঠ তারাপীঠ' ও জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। দু‌টিরই রেটিং পয়েন্ট ৬.৪। কিন্তু এই সপ্তাহে অনেকটা পিছিয়ে গিয়েছে (Bangla serial TRP) স্টার জলসার 'শ্রীময়ী'। ৬.৩ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক দশ নম্বরে। রিয়্যালিটি শোয়ের মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' এবং এর রেটিং পয়েন্ট ৬.৬।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোথায়-
১) মিঠাই- ১১.৫
২) অপরাজিতা অপু, যমুনা ঢাকি- ৮.২
৩) সর্বজয়া- ৭.৯
৪) কৃষ্ণকলি- ৭.৮
৫) খড়কুটো- ৭.৫
৬) ধুলোকণা - ৭.২
৭) করুণাময়ী রাণী রাসমণী - ৭.১
advertisement
৮) কড়ি খেলা - ৬.৬
৯) মহাপীঠ তারাপীঠ- ৬.৪
১০) শ্রীময়ী- ৬.৩
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla serial TRP: এক ধাক্কায় অনেক নীচে 'শ্রীময়ী', টিআরপি যুদ্ধে 'সর্বজয়া' থেকে 'মিঠাই' কে কোথায়
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement