Super Viral: 'বচপন কা পেয়ার'-এ কাঁপিয়ে দিচ্ছেন বাংলার টেলি তারকারা! ভিডিও সুপার ভাইরাল...

Last Updated:

টেলি তারকাদের পুরনো প্রেম নিয়ে এমন হাসি-কান্না দেখে নেটিজেনরা পেয়েছেন দারুণ মজা!

#কলকাতা: বচপন কা পেয়ার নিয়ে চলছে চূড়ান্ত পাগলামি! অর্থাৎ ছোটবেলার প্রেম নিয়ে এখন চলছে জোরদার চর্চা৷ যাতে সামিল কৃষ্ণকলি খ্যাত নিখিল ওরফে নীল, অপরাজিতা অপুর দীপু ওরফে রোহন, বকুলকথা খ্যাত উষসী রায় এবং অলিভিয়া৷ তারা সকলেই পুরনো প্রেমের কথা বলতে কখনও হাসছেন কখনও হাসছেন৷ এবং মেয়েরা হাসলেও, ছেলেরা কিন্তু কেঁদে ভাসাচ্ছেন! আর টেলি তারকাদের পুরনো প্রেম নিয়ে এমন হাসি-কান্না দেখে নেটিজেনরা পেয়েছেন দারুণ মজা!
ছোট ছোট ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তারকাদের৷ এতে যেমন সামিল বড় মাপের ফিল্মস্টাররা, তেমনই টেলি জগতের তারকারাও কম যান না৷ উল্টে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রে টেলি তারকাদের দেখতে পছন্দ করেন নেটিজেনরা৷ তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, তাঁর বাস্তব জীবনে উৎসুক জনতা৷ এর সঙ্গে জুড়েছে রিল! অর্থাৎ কোনও একটি বিশেষ জনপ্রিয় গানের সঙ্গে তারকাদের নাচ বা অভিব্যক্তি খুবই পছন্দ দর্শকদের৷ এইভাবেই হাজার হাজার ভিউ পাচ্ছেন তারকারা৷
advertisement
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

advertisement
advertisement
advertisement
ইনস্টাগ্রামের নতুন ফিচার রিল৷ যদিও অনেকদিন ধরে পপুলার এই রিল ব্যপারটি৷ আর সেখানেই এখন এসেছে নতুন গান বচপন কা পেয়ার গানের একটি ছোট অংশ৷ আর তা নিয়েই মেতেছেন সব ছোদ পর্দার তারকা৷ রোহন ভট্টাচার্য যেমন চোখের জলের একটি বিশেষ ফিলটার ব্যবহার করার পর এই গানের সঙ্গে খুবই মজাদার ভিডিও পোস্ট করেছেন অপরাজিতা অপুর দীপু ওরফে রোহন৷ সঙ্গে কাঁদো কাঁদো ভাবে আরও একটি মজাদার ভিডিও পোস্ট করেন নিখিল ওরফে নীল৷ একই সঙ্গে এই গানের সঙ্গে মিষ্টি ভিডিও পোস্ট করেছেন উষসী এবং অলিভিয়া৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Super Viral: 'বচপন কা পেয়ার'-এ কাঁপিয়ে দিচ্ছেন বাংলার টেলি তারকারা! ভিডিও সুপার ভাইরাল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement