সুখবরের অপেক্ষায় চট্টোপাধ্যায় পরিবার! পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী সুদীপা বাংলা টেলিভিশন দর্শকদের কাছে ভীষণ চেনা, পরিচিত মুখ। একটি জনপ্রিয় রান্নার শো দীর্ঘদিন উপস্থাপনা করেছিলেন। তবে, এইবছরের পুজো তাঁর কাছে খুবই স্পেশ্যাল। কারণ? আর দিন কয়েকের মধ্যেই মা হতে চলেছেন সুদীপা। Photo Courtesy: Facebook/ Agnidev Chatterjee পঞ্চমীর দিন ঘটা করে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। Photo Courtesy: Facebook/ Sudeepa Chatterjee সুদীপা-অগ্নিদেবের বাড়ির দুর্গাপুজো বিখ্যাত। প্রতি বছরের মতো এ বারও মহা সমারোহে পুজোর আয়োজন হয়েছে চট্টোপাধ্যায় পরিবারে। পুজো শুরুর আগে পঞ্চমীতেই সুদীপার বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা। Photo Courtesy: Facebook/ Sudeepa Chatterjee লাল ঢাকাই, গা ভর্তি সোনার গয়নায় সেজে রবিবার দুপুরে ভাত খেলেন সুদীপা। আরান্না হয়েছিল তাঁর পছন্দের হরেকরকম পদ। Photo Courtesy: Facebook/ Agnidev Chatterjee অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। Photo Courtesy: Facebook/ Agnidev Chatterjee
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।