Viral dance: বিবাহিত জীবনে ২৪ বছর পার, হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ আপরাজিতা আঢ্য, সঙ্গে 'মেয়ে' বাবলি

Last Updated:

অপরাজিতার প্রেম ও বিয়েও অনেকটা গল্পের মতো।

#কলকাতা: অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) নাচছেন, একেবারে প্রাণ খুলে৷ তিনি নাচতে ভালবাসেন এবং নাচেনও খুবই সুন্দর৷ মাঝে মধ্যেই তিনি নাচের ভিডিও পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়৷ এবার সদ্য মুক্তিপ্রাপ্ত মিমি ছবির গান পরম সুন্দরীর সঙ্গে চুটিয়ে নাচলেন সকলের প্রিয় অপাদি৷ আর নাচবেন না কেন, বিয়ের ২৪ বছর পার করলেন তিনি ও অতনু হাজরা৷ খুশিতে ডগমগ অভিনেত্রী৷ তাই তো মেয়ে বাবলি সঙ্গে নিয়ে মন ভরে নাচলেন অপরাজিতা আঢ্য৷ আর সেই ভিডিও নিমেশে ভাইরাল (Viral Video)৷
advertisement
বাংলা ছবি ও ধারাবাহিকের খুবই জনপ্রিয় মুখ অভিনেত্রী অপরাজিতা আঢ্য৷ টলিউডে তাঁর অভিনয় পছন্দ সকলের৷ তাই তো ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রায় সব পরিচালকের সঙ্গেই কাজ করেছেন অপরাজিতা। টলিউড শুধু নয় বলিউডেও কাজ করে ফেলেছেন এই অভিনেত্রী। 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া তো ধারাবাহিক রয়েছে৷ ছোট পর্দায়ও সমানভাবে প্রিয় অপা৷ সেই ছোট পর্দা থেকে তিনি খুঁজে পেয়েছেন তাঁর মেয়ে বাবলি বা প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)৷ মা সিরিয়ালে একসঙ্গে কাজ করতেন তাঁরা৷ সেখান থেকে আলাপ৷ রিল লাইফ সম্পর্ক কখন যেন বদলে গিয়েছে রিয়াল লাইফে৷ প্রিয়াঙ্কাও অপরাজিতা আঢ্যকে অপা-মা বলেই ডাকেন৷ প্রায়সই প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধে নাচেন অপরাজিতা আঢ্য৷ এবারও তাঁর বিবাহবার্ষিকী উদযাপনে হল মা-মেয়ের নাচ!
advertisement
advertisement
advertisement
অপরাজিতার প্রেম ও বিয়েও অনেকটা গল্পের মতো। ১৯ বছর বয়সী অপরাজিতাকে প্রথম বার দেখেই ভালোবেসে ফেলেছিলেন অতনু হাজরা। অভিনয়ের সূত্রেই আলাপ তাঁদের। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন অতনু। প্রথম দেখা থেকে প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত। কিন্তু নায়িকার পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। প্রথমে পরিবার অনেক বুঝিয়েছিলেন তাঁরা। অবশেষে কেউ রাজি না থাকলেও বিয়ে করে নেন তাঁরা। তবে অতনুর বাবা মা এই বিয়েতে মত দিয়েছিলেন। ধীরে ধীরে দুই পরিবারই তাঁদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। এবং হেসে খেলে কেটে গিয়েছে ২৪টা বছর। তাই তো এবার সেলিব্রেশনের পালা৷ আনন্দ করে, নেচে, এই দিনটি উদযাপন করলেন অপা৷ এভাবেই সুখী থাক আপনাদের দাম্পত্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral dance: বিবাহিত জীবনে ২৪ বছর পার, হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ আপরাজিতা আঢ্য, সঙ্গে 'মেয়ে' বাবলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement