Ankush-Oindrila in Maldives: এক গ্লাস লেবুর সরবৎ ১,০০০ টাকা! ঐন্দ্রিলাকে নিয়ে ঘুরতে গিয়ে পকেট খালি অঙ্কুশের!

Last Updated:

অঙ্কুশ শেয়ার করলেন তাঁদের দূর্দান্ত রিসর্টের কয়েক ঝলক । সেখানে সাজানো বিছানায় অপেক্ষা করছে তাঁদের জন্য । বেডরুমের দরজা খুললেই সমুদ্রের ঢেউ এসে ধাক্কা খাচ্ছে ।

#মালদ্বীপ: টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের । বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা । জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয় । শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে । আর সে কারণে সম্প্রতি নতুন ফ্ল্যাটও কিনেছেন এই সেলেব জুটি । সেই ফ্ল্যাটের ঝাঁ চকচকে অন্দরমহলের কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখে তাক লেগে গিয়েছিল দর্শকদের ।
আর এ বার তাঁরা উড়ে গেলেন সুদূর মালদ্বীপে । বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে । কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার । অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে । কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি । এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন । তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজ করেননি ।
advertisement
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
advertisement
মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র আর আকাশের মেলবন্ধন, তার সঙ্গে বিলাসবহুল হোটেলে রাজকীয় আপ্যায়ন, সবমিলিয়ে সময়টা দারুণ কাটছে দু’জনের । অঙ্কুশ শেয়ার করলেন তাঁদের দূর্দান্ত রিসর্টের কয়েক ঝলক । সেখানে সাজানো বিছানায় অপেক্ষা করছে তাঁদের জন্য । বেডরুমের দরজা খুললেই সমুদ্রের ঢেউ এসে ধাক্কা খাচ্ছে । সোজা নীল জলে ঝাঁপও দিলেন অঙ্কুশ । তবে একটুকুও ভিজলেন না । কারণ সেখানে ছিল একটি সূক্ষ জাল পাতা ।
advertisement
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
বিদেশে বেড়াতে গিয়ে চুটিয়ে মজা করছেন কপোত-কপোতী । কিন্তু পকেট প্রায় খালি হওয়ার জোগড় । এক গ্লাস লেমোনেডের দামই সেখানে ১ হাজার টাকা । একটি পোস্টে দুঃখ দুঃখ মুখে সে কথাও জানিয়েছেন বেচারা নায়ক ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush-Oindrila in Maldives: এক গ্লাস লেবুর সরবৎ ১,০০০ টাকা! ঐন্দ্রিলাকে নিয়ে ঘুরতে গিয়ে পকেট খালি অঙ্কুশের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement