সবাই ছেড়ে যাওয়ায় প্রচণ্ড মন খারাপ অঙ্কুশের, মুখ ভার করে সারাদিন বসে রয়েছেন অভিনেতা!

Last Updated:

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন খারাপ করা একটি ছবি দিয়েছেন নায়ক । সঙ্গে একটি ক্যাপশনে জানিয়েছেন তাঁর দুঃখের কথাও ।

#কলকাতা: টলিউডের হ্যান্ডসাম, হাঙ্ক নায়কের তালিকায় প্রথম দিকেই পড়বেন অঙ্কুশ ৷ তাঁর মিষ্টি স্বভাবের জন্য, নিজস্ব এক ফ্যান ফলোয়িংও রয়েছে ৷ তার ওপর সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অঙ্কুশ ৷ ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করে নেন । শুধু তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে মশকরা করতে খুবই ভালবাসেন নায়ক । প্রায়শই তাই তাঁর মজার মজার ছবি আর ভিডিও দেখে হেসে খুন হন নেটিজেনরা ।
এ বারও তার ব্যতিক্রম হল না । নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই নিজের মনের কথা জানালেন তিনি । টলিউডে এখন রাজনীতির হাওয়া লেগেছে । টলিপাড়া ফাঁকা করে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা । ইন্ডাস্ট্রির এই হাল দেখেই দুঃখে ভেঙে পড়েছেন অঙ্কুশ । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন খারাপ করা একটি ছবি দিয়েছেন নায়ক । সঙ্গে একটি ক্যাপশনে জানিয়েছেন তাঁর দুঃখের কথাও ।
advertisement
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
advertisement
আসলে ইন্ডাস্ট্রির সমস্ত বন্ধুরাই প্রায় অভিনয় ছেড়ে রাজনীতিতে মন দিয়েছেন । তাই খুব একাকিত্ব অনুভব করছেন অঙ্কুশ । তাই তিনি লিখেছেন, ‘‘এত লেফট আউট জীবনে অনুভব করিনি । হোলি আসছে তখনই না হয় গায়ে রং লাগাব ।’’
আগে থেকেই রাজনীতির ময়দানে ছিলেন মিমি, নুসরত, দেব, পার্নোরা । এ বছর বিধানসভা ভোটের আগে ঝাঁকে ঝাঁকে তারকারা রাজনীতিতে নাম লেখান । রাজনীতির ময়দানে দেখা যায় সায়ন্তিকা, রাজ চক্রবর্তী, তনুশ্রী, সায়নী ঘোষ, যশ দাশগুপ্ত থেকে শুরু করে বনি, কৌশানি মুখোপাধ্যায়কেও । ফলে টলিপাড়া এখন যেন নিজেদের রাঙিয়ে নিতে ব্যস্ত । কেউ লাল, কেউ সবুজ কেউ বা গেরুয়া । কিন্তু অঙ্কুশ এখনও যে হোলির রঙেই শুধু বিশ্বাস করেন তা তাঁর ক্যাপশন থেকেই স্পষ্ট ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
সবাই ছেড়ে যাওয়ায় প্রচণ্ড মন খারাপ অঙ্কুশের, মুখ ভার করে সারাদিন বসে রয়েছেন অভিনেতা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement