সবাই ছেড়ে যাওয়ায় প্রচণ্ড মন খারাপ অঙ্কুশের, মুখ ভার করে সারাদিন বসে রয়েছেন অভিনেতা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন খারাপ করা একটি ছবি দিয়েছেন নায়ক । সঙ্গে একটি ক্যাপশনে জানিয়েছেন তাঁর দুঃখের কথাও ।
#কলকাতা: টলিউডের হ্যান্ডসাম, হাঙ্ক নায়কের তালিকায় প্রথম দিকেই পড়বেন অঙ্কুশ ৷ তাঁর মিষ্টি স্বভাবের জন্য, নিজস্ব এক ফ্যান ফলোয়িংও রয়েছে ৷ তার ওপর সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অঙ্কুশ ৷ ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করে নেন । শুধু তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে মশকরা করতে খুবই ভালবাসেন নায়ক । প্রায়শই তাই তাঁর মজার মজার ছবি আর ভিডিও দেখে হেসে খুন হন নেটিজেনরা ।
এ বারও তার ব্যতিক্রম হল না । নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই নিজের মনের কথা জানালেন তিনি । টলিউডে এখন রাজনীতির হাওয়া লেগেছে । টলিপাড়া ফাঁকা করে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা । ইন্ডাস্ট্রির এই হাল দেখেই দুঃখে ভেঙে পড়েছেন অঙ্কুশ । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন খারাপ করা একটি ছবি দিয়েছেন নায়ক । সঙ্গে একটি ক্যাপশনে জানিয়েছেন তাঁর দুঃখের কথাও ।
advertisement
advertisement
advertisement
আসলে ইন্ডাস্ট্রির সমস্ত বন্ধুরাই প্রায় অভিনয় ছেড়ে রাজনীতিতে মন দিয়েছেন । তাই খুব একাকিত্ব অনুভব করছেন অঙ্কুশ । তাই তিনি লিখেছেন, ‘‘এত লেফট আউট জীবনে অনুভব করিনি । হোলি আসছে তখনই না হয় গায়ে রং লাগাব ।’’
আগে থেকেই রাজনীতির ময়দানে ছিলেন মিমি, নুসরত, দেব, পার্নোরা । এ বছর বিধানসভা ভোটের আগে ঝাঁকে ঝাঁকে তারকারা রাজনীতিতে নাম লেখান । রাজনীতির ময়দানে দেখা যায় সায়ন্তিকা, রাজ চক্রবর্তী, তনুশ্রী, সায়নী ঘোষ, যশ দাশগুপ্ত থেকে শুরু করে বনি, কৌশানি মুখোপাধ্যায়কেও । ফলে টলিপাড়া এখন যেন নিজেদের রাঙিয়ে নিতে ব্যস্ত । কেউ লাল, কেউ সবুজ কেউ বা গেরুয়া । কিন্তু অঙ্কুশ এখনও যে হোলির রঙেই শুধু বিশ্বাস করেন তা তাঁর ক্যাপশন থেকেই স্পষ্ট ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2021 12:24 PM IST