প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন ৭ মাস ধরে, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন ঋতাভরী

Last Updated:

এমন প্রাণবন্ত মেয়েটা গত ৭ মাস ধরে সহ্য করেছেন অসহ্য যন্ত্রণা । অবশেষে অস্ত্রোপচার হল তাঁর ।

#কলকাতা: তাঁর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ তাঁর মিষ্টি ব্যবহার । নায়িকা ঋতাভরী চক্রবর্তীর হাসি হাসি মুখের জন্য ভক্তরা পাগল । অনেকে বলেন তাঁর হাসিতে নাকি জাদু আছে । মিষ্টি মেয়েটা সবসময় নিজের স্বভাবগুণে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠেন । এমন প্রাণবন্ত মেয়েটা গত ৭ মাস ধরে সহ্য করেছেন অসহ্য যন্ত্রণা । অবশেষে অস্ত্রোপচার হল তাঁর । এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী । নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এ কথা জানিয়েছেন ঋতাভরী ।
টেলি-ধারাবাহিক ‘ওগো বধূ সন্দরী’ দিয়ে তাঁর পথচলা শুরু হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে । এখন টলিপাড়া ছেড়ে বলিউডেও পসার জমিয়েছেন তিনি । শুধু অভিনয় নয়, তার সঙ্গে নিজের মিউজিক অ্যালবামও বের করেছেন ঋতাভরী । সেটিও দারুণ হিট । এ ছাড়াও অনাথ আশ্রমের বাচ্চাদের দেখভাল করেন ঋতাভরী । দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সবসময় ।
advertisement
advertisement
advertisement
এ দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতালের বিছানা থেকেইএকটি হাসিমুখের ছবি শেয়ার করে ঋতাভরী লেখেন, ‘‘আমার অস্ত্রোপচার সফল হয়েছে । এখন অনেকটাই সুস্থ বোধ করছি । গত ৭ মাস ধরে অনেক কষ্ট সহ্য করেছি । জীবনের সবচেয়ে খারাপ সময় কেটেছে । এমনকি আমার এদিক ওদিক নড়াচড়া করতেও সমস্যা হত । অবশেষে সেই যন্ত্রণায় ইতি । আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ । আমার মা ভীষণ চিন্তা করছিলেন । তাই তাঁকে আমি ঠিক করার চেষ্টা করছি । কারণ মা-রা মা-ই হয় । আর আমিও আমার মতোই । আপনাদের জানাচ্ছি, আমি এখন ভাল আছি ।’’
advertisement
যদিও গোটা পোস্টে নিজের অসুস্থতা সম্পর্কে কিছুই লেখেননি ঋতাভরী । তাঁর ঠিক কী হয়েছিল তা খোলসা করে বলেননি কোথাও । তবে জানা গিয়েছে, ফিসচুলার সমস্যায় ভুগছিলেন নায়িকা ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন ৭ মাস ধরে, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন ঋতাভরী
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement