লাল পেড়ে সাদা শাড়িতে মা’কে বরণ, স্বামীর সঙ্গে জমিয়ে সিঁদুর খেললেন ‘শ্যামা’

Last Updated:

লাল পেড়ে সাদা শাড়িতে, স্বামী সুবানের সঙ্গে বরণ করে নিলেন মা’কে । তারপর জমিয়ে সিঁদুরও খেললেন ‘কৃষ্ণকলি’ শ্যামা ওরফে তিয়াশা রায়।

#কলকাতা: বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছেন অনেক আগেই ৷ খুবই জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা রায় ৷ তবে তাঁকে সকলে চেনেন ‘কৃষ্ণকলি’র শ্যামার নামেই৷ সন্ধে হলেই আম-বাঙালির টোখ সেঁটে যায় টিভির পর্দায় প্রিয় চরিত্র নিখিল আর শ্যামার সংসার ও তাঁদের জীবনের উত্তান-পতন দেখতে ।
এই তো কিছুদিন আগেই শ্যামা থুড়ি তিয়াশা পালন করেছেন তাঁর তিন বছরের বিবাহবার্ষিকী । অভিনেতা সুবান রায় তাঁর স্বামী । সুবানের সঙ্গে কেট কেটে, জমিয়ে খাওয়াদাওযা করে, হৈ হুল্লোড় করে, পোজ দিয়ে ছবি তুলে আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । তাঁদের সুখী দাম্পত্য যেন উপচে পড়ছিল সেই ছবিগুলোয় ।
এরপরেই এল পুজো । আর পুজো মানেই পরিবারের সঙ্গে, আনন্দে, খুশিতে ভেসে যাওয়া । সকলের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া । আর এর ব্যতিক্রম নন তারকারাও । যতই ব্যস্ততা থাকুক না কেন, পুজোর দিন ক’টা পরিবারের সঙ্গেই হুল্লোড় করে কাটাতে ভালবাসেন তাঁরাও ।
advertisement
advertisement
advertisement
আর বিষেশ করে দশমীর দিনটা তো যে কোনও বিবাহিত মেয়ের কাছেই খুব স্পেশ্যাল । মা’কে বরণ করে সিঁদুর খেলা.... এর তাৎপর্যই যেন আলাদা । বাদ গেলেন না তিয়াশাও । লাল পেড়ে সাদা শাড়িতে, স্বামী সুবানের সঙ্গে বরণ করে নিলেন মা’কে । তারপর জমিয়ে সিঁদুরও খেললেন । আর দশমীর সিঁদুর খেলার পর জমিয়ে ফোটোসেশন হবে না তাও কী হয়? ছবি তুলে তা পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
লাল পেড়ে সাদা শাড়িতে মা’কে বরণ, স্বামীর সঙ্গে জমিয়ে সিঁদুর খেললেন ‘শ্যামা’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement