'শ্রাবন্তী পুত্র অভিমন্যু যৌন পরিচিয় নিয়ে গালিগালাজ করেছেন,' কড়া অভিযোগ স্যান্ডি সাহার

Last Updated:

বেশ কিছুদিন আগে অভিনেতা অঙ্কুশের (Ankush Hazra-Sandy Saha) সঙ্গে তাঁর সমস্যা হয়েছিল৷

#কলকাতা: তিনি বিখ্যাত ইউটিউবার৷ সর্বক্ষণই নিজের তৈরি ভিডিওর জন্য তিনি থাকেন লাইমলাইটে৷ তবে তা নিয়ে যে বিতর্ক হয় না, তেমন নয়৷ তবে সেই সব বিতর্ককে এক নিমেষে উড়িয়ে দিয়ে ফ্যানেদের সামনে স্বমহিমায় চলে আসেন স্যান্ডি সাহা (Sandy Saha)৷ যশ দাশুগুপ্তর জন্য পাগল স্যান্ডি সাহা এবার কিছুটা রেগেই গেলেন৷ তিনি ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের(Srabanti Chatterjee son) ছেলে অভিমন্যুর চট্টোপাধ্যায়ের((Abhimanyu Chatterjee) বিরুদ্ধে৷
শ্রাবন্তী পুত্র অভিমন্যু স্যান্ডির যৌন পরিচিয় বা সেক্সুয়াল ওরিন্টেশন (Sexual Orientation)নিয়ে খারাপ কথা বলেছেন৷ এমনই অভিযোগ উঠে করলেন স্যান্ডি৷ ঘটনাটি বৃহস্পতিবার রাতে৷ স্যান্ডি জানিয়েছেন যে এক বন্ধুর সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলছিলেন৷ সেই সময় বন্ধু বাড়িতে উপস্থিত ছিলেন অভিমন্যু৷ যখন অভিমন্যুর দিকে ক্যামেরা ঘোরানো হয়, তখন তিনি স্যান্ডির বিষয় কু-কথা বলেন, অভিযোগ স্যান্ডির৷ স্বাভাবিকভাবে চটেছেন স্যান্ডি৷
advertisement
advertisement
নিজের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে স্যান্ডি সাহার৷ সকলের কাছে খুবই প্রিয় পাত্র তিনি৷ তাঁর বিষয়ে যে এমন চিন্তা ভাবনা রয়েছে শ্রাবন্তী পুত্রের, তা ভাবতেও পারেননি এই ইউটিউবার৷ ছেলের কথা তিনি মাকেও জানিয়েছেন৷ তবে সেই উত্তর দেননি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ স্যান্ডি বলছেন যে তিনি ভাবতেও পারেননি যে অভিমন্যু এতটা হোমোফোবিক (Homophobic)৷
advertisement
ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়
কয়েক বছর আগে নিজের একটি ভিডিওতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু মজা করেছিলেন তিনি৷ সম্ভবত সেই থেকেই তাঁর প্রতি রাগ তৈরি হয়েছিল শ্রাবন্তীর ছেলের৷ তবে তার জন্য স্যান্ডির যৌন পরিচয় নিয়ে এমন গালিগালাজ ঠিক নয় বলেই মত স্যান্ডির৷
advertisement
বেশ কিছুদিন আগে অভিনেতা অঙ্কুশের সঙ্গে তাঁর সমস্যা হয়েছিল৷ অঙ্কুশ তাঁকে ফেসবুকে ব্লক করেছিলেন, এমনই জানা যায়৷ বান্ধবীর ঐন্দ্রিলার বিষয় কোনও কমেন্ট নিয়েই এমন গন্ডগোল পাকিয়েছে বলে জানা যায়৷ তবে স্যান্ডির দাবি ছিল যে খুবই মজাচ্ছলে তিনি এই কমেন্ট করেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'শ্রাবন্তী পুত্র অভিমন্যু যৌন পরিচিয় নিয়ে গালিগালাজ করেছেন,' কড়া অভিযোগ স্যান্ডি সাহার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement