বিবাহবিচ্ছেদ হয়েছে বহুদিন, ফের নতুন সম্পর্কে মধুমিতা? ‘আই লভ ইউ’ বললেন নায়িকা

Last Updated:

অভিনেতা সৌরভের সঙ্গে তাঁর বিয়েটা টেঁকেনি । বিয়ের আট বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় দু’জনের । জীবনের একটা কঠিন অধ্যায় পেরিয়ে আবার কি নতুন পথে পা বাড়ালেন তিনি?

#কলকাতা: মধুমিতা সরকার। ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। সেই ইমেজ ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় চমকে দিয়েছিলেন। আবার ‘চিনি’তে ফের ধরা পড়েছিল তাঁর পাশের বাড়ির মেয়ে ইমেজ । নতুন নায়িকাদের মধ্যে মধুমিতা টলিউডে এই মুহূর্তে অন্যতম সেরা বাজি। ক্রমাগত নিজে লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করছেন। মধুমিতা এখন অনেক সাহসী, অনেক বোল্ড । খোলামেলা ছবিতেও বেশ স্বচ্ছন্দ্য তিনি ।
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সধুমিতা । ভক্তদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলেন নায়িকা । অভিনেতা সৌরভের সঙ্গে তাঁর বিয়েটা টেঁকেনি । বিয়ের আট বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় দু’জনের । জীবনের একটা কঠিন অধ্যায় পেরিয়ে এসে মধুমিতা এখন অনেক দৃঢ়চেতা, সাবলম্বী । ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যায় ৷ যার চার বছরের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই হিট জুটি ৷ তবে রিল লাইফের প্রেম, রিয়েল লাইফে এসে তার গতিপথ হারিয়ে ফেলেছিল ।
advertisement
advertisement
advertisement
তবে আবার কি নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছেন নায়িকা? সম্প্রতি নায়িকার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকেই অবশ্য এমন ইঙ্গিত দিচ্ছেন । কারণ ইনস্টাগ্রামের রিল ভিডিওতে ‘আই লভ ইউ’ বলেছেন মধুমিতা । নিজের মুখেই সে কথা বলেছেন তিনি । তবে ভিডিওটি যে সম্পূর্ণভাবে মজার ছলে করেছেন তিনি, তা বোঝাই যাচ্ছে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিবাহবিচ্ছেদ হয়েছে বহুদিন, ফের নতুন সম্পর্কে মধুমিতা? ‘আই লভ ইউ’ বললেন নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement