হোম /খবর /বিনোদন /
'হরগৌরী'-র ঐশানী এখন বড়পর্দায়! 'ঘাসজমি'-তে অভিনয়ের জন্য মেগা ছাড়লেন? জানুন

Tollywood Latest News: 'হরগৌরী'-র ঐশানী এখন বড়পর্দায়! 'ঘাসজমি'-তে অভিনয়ের জন্য মেগা ছাড়লেন? জানুন

'হরগৌরী'-র ঐশানী এখন বড়পর্দায়

'হরগৌরী'-র ঐশানী এখন বড়পর্দায়

ছোট পর্দার ঐশানী এবার বড় পর্দায় 'ঘাসজমি'তে। 'হরগৌরী পাইস হোটেল'-এর ঐশানী ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায় মেগাতে আসার কয়েক বছর আগে, ২০২০ সালে এই 'ঘাসজমি' ছবির দুই মুখ্য চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছিলেন।

  • Share this:

কলকাতা: ছোট পর্দার ঐশানী এবার বড় পর্দায় 'ঘাসজমি'তে। 'হরগৌরী পাইস হোটেল'-এর ঐশানী ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায় মেগাতে আসার কয়েক বছর আগে, ২০২০ সালে এই 'ঘাসজমি' ছবির দুই মুখ্য চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছিলেন। বলা যায় এই ছবি দিয়েই অভিনেত্রীর হাতে খড়ি। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান যে এটা তাঁর শুরুর দিকের কাজ। করোনার জন্য মুক্তি পেতে দেরি হয়েছে। আপাতত তাঁকে 'হরগৌরী পাইস হোটেল'-এর ঐশানী হিসেবেই দেখা যাবে।

অপর একটি মুখ্য চরিত্র ঈপ্সিতার ভূমিকায় দেখা যাবে থিয়েটার জগতের আর এক নক্ষত্র সঞ্জিতাকে। পাশাপাশি ছোট পর্দা তথা ওটিটির খুব পরিচিত মুখ শাওন চক্রবর্তী এবং দেবাশিস চট্টোপাধ্যায় থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন- অনুপম খের হারালেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধুকে, টাইমলাইন জুড়ে রইল অনুপম-সতীশের নিখাদ বন্ধুত্বের ভিডিও

মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা। এখানে ২৪ বছরের বর্ণার চরিত্রে থাকা শুভস্মিতা স্যোশাল এনথ্রোপোলজি নিয়ে রিসার্চ করছে। তার মূল গবেষণার বিষয় শহুরে, বাঙালি, মধ্যবিত্ত গৃহবধূর জীবন। কাজের সূত্রে ঈপ্সিতার সঙ্গে দেখা হবে তার। শুরুতে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও, পরবর্তীকালে সব দ্বন্দ্ব কাটিয়ে ২০ বছরের বড় ঈপ্সিতার সবচেয়ে ভাল বন্ধু হয়ে ওঠে বর্ণা।

ঈপ্সিতা সঙ্গে বর্ণার কাজের সম্পর্ক পেরিয়ে তৈরি হবে এক নিখাদ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অন্যের মনের হদিস পায় তারা। বিভিন্ন মেরুর মানুষ মানুষ কী করে একে অপরের এত ভাল বন্ধু হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাদের বন্ধুত্ব তাদের ব্যক্তিগত জীবনকে কীভাবে প্রভাবিত করে তাই নিয়েই এই গল্প।

আরও পড়ুন- শাড়িতে জাহ্নবীর পাগল করা সাজে সাদা-কালো রঙের ছোঁয়া, মুগ্ধ তাঁর ভক্তরা

প্রিয়াঙ্কা মোর নিবেদিত এবং 'মোজাইক ইন ফিল্মস' প্রযোজিত এই ছবিটি ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয়েছে। সব মিলিয়ে এই ছবির ঝুলিতে প্রায় ৮৭ টি পুরস্কার রয়েছে। পুরস্কারের ক্ষেত্রে ১০০ ঘর ছোঁবে এমনটাই ধারণা 'ঘাসজমি'র পরিচালক সুমন্ত্র রায়ের। এই ছবিটি নিয়ে তিনি ভীষণই আশাবাদী।

তিনি জানান হয়তো তথাকথিত স্টার কাস্ট দেখা যাবে না এই সিনেমায়। কিন্তু এতে আছে সুন্দর গল্প এবং নিখাদ অভিনয়। তিনি বলেন, "একটা ছবি বিদেশে যতই পুরস্কার জিতুক না কেন, বাণিজ্যিকভাবে সিনেমা হলে রিলিজ হওয়ার পর মানুষ সেটা কীভাবে দেখছে, কতটা সাড়া পাচ্ছে সেটাই আসল মাপকাঠি বলে আমার মনে হয়।" খুব সম্ভবত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ঘাসজমি'। অনেক অ্যাওয়ার্ড জিতলেও শেষ পর্যন্ত 'ঘাসজমি' দর্শকদের মন জিততে পারবে কিনা সেটাই এখন দেখার।

Published by:Sayani Rana
First published:

Tags: Tollywood, Tollywood Latest New