জাহ্নবী কাপুর শাড়ির ভক্ত, আর তাঁর শাড়ি পরা ছবি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। তবে তাঁর সাম্প্রতিকতম শ্যুটে তিনি শাড়িতে সেজে অন্য মাত্রা যোগ করেছেন। অভিনেত্রী কোনও ব্লাউজ ছাড়াই একটি তাঁতের শাড়িতে পড়ে খোঁপায় ফুল আর চোখে কাজল দিয়ে খুব সিম্পল ভাবে সেজেও মাদকতা ছড়িয়ে দিচ্ছেন।