Monami Ghosh: 'তোমাকে পুরোনো স্বপ্নের মতো লাগছে', মনোকিনি পরে হঠাৎ কার কথা মনে পড়ল মনামীর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Monami Ghosh: খোলা চুল, চোখে সানগ্লাস পরে পড়ন্ত বিকেলের আভায় আরও লাস্যময়ী হয়ে উঠেছেন মনামী৷ ভিডিওর ক্যাপশনে লেখা- তোমাকে আমার পুরোনো স্বপ্নের মতো লাগছে৷ হঠাৎ করে কার কথা মনে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
কলকাতা: টলি অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। অভিনেত্রীর প্রোফাইলে ঢুঁ মারলেই কখন পাহাড় আবার কখন নীল জলরাশির গভীরে ঘুরে আসতে পারবেন নিমেষে। ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন টলি নায়িকা। কাজের ফাঁকে সময় মিলতেই ফ্রেশ অক্সিজেন নিতে এদিক-ওদিক বেরিয়ে পড়েন তিনি। দর্শকদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মনামীর। সেই কারণেই তাকে নিয়ে উন্মাদনা সর্বদাই তুঙ্গে থাকে দর্শকদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও পোস্ট করে ফের শিরোনামে উঠে এলেন মনামী ঘোষ৷ অভিনেত্রীর খোলামেলা ভিডিও দেখেই শুরু হয়েছে চর্চা ৷ যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে কালো মনোকিনি পরে হেঁটে চলেছেন অভিনেত্রী৷ খোলা চুল, চোখে সানগ্লাস পরে পড়ন্ত বিকেলের আভায় আরও লাস্যময়ী হয়ে উঠেছেন মনামী৷ ভিডিওর ক্যাপশনে লেখা- 'তোমাকে আমার পুরোনো স্বপ্নের মতো লাগছে'৷ হঠাৎ করে কার কথা মনে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ অভিনেত্রীর ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ কেউ যেমন প্রশংসা করেছেন তেমনই অনেকেই চরম ট্রোলড করেছেন নায়িকাকে৷
advertisement
advertisement
advertisement
মনামী ঘোষকে নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। নেটদুনিয়ায় ভক্তদের ধরে রাখতে হামেশাই রিল ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবারও তেমনটাই করেছেন। ছবি ও ভিডিও পোস্ট করে রাতারাতি নেটদুনিয়ার উত্তাপ বাড়িয়ে চলেছেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা । অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী। যত দিন যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 5:46 PM IST