Salman Khan: ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!

Last Updated:

Salman Khan on Kisika Bhai Kisika Jaan Movie: মুম্বইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন-সহ সমস্ত তারকারা। ৫৮ বছর বয়সী সলমন বলেন যে, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার।

ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
মুম্বই: প্রায় চার বছর পর মুখ্য ভূমিকায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ইদের আগেই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। ওই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁকে! এমনকী, পরিচালক-সহ ছবির বাকি কলাকুশলীদের নিয়ে ঠাট্টা-তামাশাও করলেন তিনি!
আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমন খান ফিল্ম (এসকেএফ) প্রোডাকশনের এই ছবিটির পরিচালক ফারহাদ শামজি। সলমনের পাশাপাশি রাম চরণ, পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদেরও ওই ছবিতে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তেলুগু তারকা ভেঙ্কটেশকেও।
advertisement
advertisement
মুম্বইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন-সহ সমস্ত তারকারা। ৫৮ বছর বয়সী সলমন বলেন যে, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার। যদিও ছবি মুক্তির আগের একটা টেনশন তো রয়েছেই। কিন্তু তার মধ্যেও ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে খোশমেজাজেই ছিলেন সলমন।
advertisement
advertisement
ওই অনুষ্ঠানে ছবির পরিচালক অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেন, “অনেক সুপারস্টারের সঙ্গেই কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু সৌভাগ্যবানেরাই কেবল সলমনকে সুপারস্টার হিসেবে পান।” অভিনেতাও কম যান না। সরস ও সাবলীল ভঙ্গিতে জবাব দেন, “এই ছবিটা না চললে এর গোটা বিলটাই আমাকে মেটাতে হবে। আর উনি (পরিচালক) বলবেন, ইনিই সেই মানুষ, যাঁর জন্য এই ছবিটা চলল না। কিন্তু আসল স্ক্রিপ্টটা এখনও আমার কাছেই রয়েছে।”
advertisement
এখানেই শেষ নয়, এই ছবি তৈরির অতীতের গল্পও শুনিয়েছেন সলমন। বলেন, ২০১৪ সালে ফারহাদ শামজি তামিল ছবি ‘বীরম’-এর রিমেক ‘বচ্চন পাণ্ডে’ করতে চেয়েছিলেন। এই রিমেকে অভিনেতা হিসেবে অক্ষয় কুমারকে নেওয়ার কথা ভাবেন। তবে পরে তিনি পরিকল্পনা বদল করেন। অন্য একটি তামিল ছবি ‘জিগরথান্ডা’-র রিমেক করে ‘বচ্চন পাণ্ডে’ বানিয়েছিলেন। যেহেতু এই দুই রিমেকের অধিকার ছিল নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের হাতে, তাই শামজি ‘বীরম’ গল্পটিতে কিছু বদল আনেন। সলমন এগিয়ে আসেন ছবি করতে। আর এভাবেই তৈরি হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement