Riddhi Sen Covid Positive: টলিউডে ফের করোনার থাবা, এবার আক্রান্ত ঋদ্ধি সেন!

Last Updated:

নিজের সোশ্যাল মিডিয়ার পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen Covid Positive)।

Riddhi Sen Covid Positive
Riddhi Sen Covid Positive
#কলকাতা: করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রাজ্যের অবস্থাও ভালো নয়। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। টলিউডেও ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। করোনা আক্রান্ত সেলেবদের তালিকায় এবার যোগ হলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen Covid Positive)। ঋদ্ধির মা অভিনেত্রী রেশমি সেনও করোনায় আক্রান্ত (Riddhi Sen Covid Positive)। তার পরেই ঋদ্ধি আক্রান্ত হন, শুক্রবার রাতে জানা গিয়েছে এ খবর।
নিজের সোশ্যাল মিডিয়ার পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন ঋদ্ধি (Riddhi Sen Covid Positive)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত বাহাত্তর ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।'
advertisement
আরও পড়ুন: আইসোলেশনে কী করে সময় কাটাচ্ছেন শুভশ্রী? 'সিক্রেট' ফাঁস করলেন রাজ! দেখুন...
টলিউডে একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকালই সোহম চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছেন, মিমি চক্রবর্তী, রাজ-শুভশ্রী, দেব-রুক্মিনী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়রা। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই।
advertisement
advertisement
আরও পড়ুন: টলিউডে ফের করোনার থাবা! দ্বিতীয় বার আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী
করোনা আক্রান্ত বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর গোটা পরিবার পজিটিভ। অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর গোটা পরিবারও এই মুহূর্তে করোনা পজিটিভ। সকলকে সাবধানে থাকতে বলেছেন সোহম। রাজ্যের করোনা গ্রাফ উর্ধমুখী। যেভাবে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে। টলিপাড়ার তারকারাও একের পরে এক করোনা আক্রান্ত হওয়ার খবর দিচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Riddhi Sen Covid Positive: টলিউডে ফের করোনার থাবা, এবার আক্রান্ত ঋদ্ধি সেন!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement