Soham Chakraborty Corona Positive : টলিউডে ফের করোনার থাবা! দ্বিতীয় বার আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী

Last Updated:

Soham Chakraborty Corona Positive : ভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর গোটা পরিবারও এই মুহূর্তে করোনা পজিটিভ। সকলকে সাবধানে থাকতে বলেছেন সোহম।

টলিউডে ফের করোনার থাবা! দ্বিতীয় বার আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী
টলিউডে ফের করোনার থাবা! দ্বিতীয় বার আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী
#কলকাতা: করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty Corona Positive)। অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর গোটা পরিবারও এই মুহূর্তে করোনা পজিটিভ। সকলকে সাবধানে থাকতে বলেছেন সোহম।
সোহম (Soham Chakraborty Corona Positive)টুইট করেছেন, "আমি ও আমার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছি। আমরা সকলেই হোম আইসোলেশনে আছি। দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন এবং করোনা বিধি অবশ্যই মেনে চলুন।" অভিনেতা তথা রাজনীতিবিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। এই নিয়ে দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন সোহম। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২ মাস পরে ফের অসুস্থ হয়েছিলেন সোহম (Soham Chakraborty Corona Positive)। ২০২০-র নভেম্বরে আবার পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের করোনা গ্রাফ উর্ধমুখী। যেভাবে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে। টলিপাড়ার তারকারাও একের পরে এক করোনা আক্রান্ত হওয়ার খবর দিচ্ছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেব, রুক্মিণী, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ।
advertisement
মিমি জানিয়েছেন বাড়ি থেকে বিগত কয়েকদিন না বেরোলেও তিনি করোনা পজিটিভ হয়েছেন। মিমি টুইট করেছেন, "আমি করোনা আক্রান্ত হয়েছি। তবে আমি বিগত কয়েকদিনে বাড়ির বাইরে এবং জনসক্ষে যাইনি। তবে আমায় বেশ ভালোই কাবু করেছে করোনা। আমি চিকিৎসকের পরামর্শ নিচ্ছি আর বাড়িতেই আইসোলেশনে আছি। প্রত্যেককে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে বলছি এবং ঝুঁকি এড়ানোর জন্য দয়া করে মাস্ক পরুন। দয়া করে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।"
advertisement
মঙ্গলবার ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অভিনেতা। ফিল্ম ফেস্টিভালের যাবতীয় তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ৷ আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তীও। তিনি দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soham Chakraborty Corona Positive : টলিউডে ফের করোনার থাবা! দ্বিতীয় বার আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement