Monami Ghosh: ‘প্রেমিকরা ভয়ে পালাত!' কিন্তু কেন? পুজো প্রেম নিয়ে মনের দরজা খুললেন মনামী
- Published by:Debalina Datta
- Written by:Manash Basak
Last Updated:
এবার পুজোয় মনামী রিলিজ করল তাঁর পুজোর মিউজিক ভিডিও, 'আইলো উমা বাড়িতে'।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন মনামীর রিল দেখে কোটি কোটি পুরুষ তাঁর প্রেমে পড়েন। কিন্তু ‘রিয়েলে’ সামনাসামনি কি এমনটা হয়? না ঠিক এমনটা হয় না এবং হতে হতেও হয়নি। সে কথা খোলসা করলেন স্বয়ং মনামী।
পুজো আসছে তাই মনামির বিশেষ করে মনে পড়ে পুজোর সময়ের প্রেমের কথা। আশপাশের বন্ধু-বান্ধবীরা প্রায় প্রতিবছরই পুজোয় নতুন নতুন প্রেমে পড়তেন। কিন্তু মনামির ক্ষেত্রে তেমনটা হতো না। কারণ বসিরহাটের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। তাঁদের পরিবারের খুব সুনাম ও প্রতিপত্তি ছিল। তাঁর দাদুর নামে রাস্তাও রয়েছে। তাই বেশ দাপট নিয়ে থাকতেন মনামী। আর পছন্দ-অপছন্দ নিয়েও বেশ নাক উঁচু ছিল তাঁর।
advertisement
তাই এরকম পরিবারের মেয়েকে ভয়ে পুজোর সময় কেউ প্রেম নিবেদন করার সাহস পেত না। পাছে বাড়ি বয়ে বিপদ না চলে আসে, মনামীর পাড়ার ছেলেদের সাহসে কুলোতো না। তাই ছোটবেলায় মনামীর জীবনে আর পুজোর প্রেম হয়ে ওঠেনি। আর স্কুল জীবন থেকেই তিনি অভিনয়ের আঙিনায় পা রেখেছেন। তাই যখন কিশোরী বয়স তখন তিনি সেলিব্রেটি। সে কারণে আর পুজোতে প্রেম করা হয়ে উঠেনি ।
advertisement
advertisement
এবার পুজোয় মনামী রিলিজ করল তাঁর পুজোর মিউজিক ভিডিও, ‘আইলো উমা বাড়িতে’। ভিডিওটিতে গান গেয়েছেন অন্তরা নন্দী। আর অভিনয়ের পাশাপাশি এই মিউজিক ভিডিও পুরো পরিকল্পনায় স্বয়ং মনামী। প্রোডাকশন থেকে পোশাক, গল্প থেকে লুকসেট, সব পরিকল্পনাই মনামী নিজে করেছেন। পুজো উপলক্ষে মনামী নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি রিলিজ করলেন। অনেকদিনের স্বাদ পূর্ণ হল নায়িকার।
advertisement
আর মনামী তাঁর এই পুজোর মিউজিক ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতির স্মরণী বেয়ে অতীতে ফিরে গিয়েছিলেন। নিউজ 18 বাংলাকে মনামী বললেন, ‘ ছোটবেলায় পুজোয় পাঁচটা জামা চাই, পুজোয় নতুন গানের ক্যাসেট চাই, খাওয়া দাওয়া, প্যান্ডেলে আড্ডা সবকিছুই ছিল। সেজেগুজে মন্ডপে অঞ্জলি, কাকে সুন্দর লাগছে, কার দিকে ছেলেরা আড় চোখে তাকাচ্ছে সবটাই ছিল। পুজোর প্রেম নিয়েও অনেক ফ্যান্টাসি মনের আনাচে-কানাচে ঘোরাফেরা করতো। কিন্তু এক কথায় ‘প্রেম’ যাকে বলে, সেটা আর কোনও বার পুজোয় হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুন: ‘কফি উইথ করণের’ অতিথির আসনে কঙ্গনা! ‘শত্রুদের’ আমন্ত্রণ জানাতে চান পরিচালক? আসল সত্যিটা কি?
মনামী আরও জানালেন, ‘‘ আমি বেশ নামডাকওয়ালা সম্ভ্রান্ত বাড়ির মেয়ে ছিলাম। আমাকে সামনে এসে প্রপোজ করার সাহস ছেলেদের হত না। আর ছোট থেকেই আমি একটু নাক উঁচু। তাই ভয়ে আর কেউ প্রেমের প্রস্তাব দিয়ে উঠতে পারেনি। এখন সেই সব দিনগুলির কথা ভাবলে হাসি পায় ও দারুন মজাও লাগে। আসলে স্মৃতি সব সময় সুখের।’’
advertisement
খুশি তবে রিয়েল লাইফে নাহলেও এবার আমার পুজোর মিউজিক ভিডিওতে এক অপূর্ব গল্প ও প্রেম রয়েছে। যা আমার সব অপ্রেমকে পূর্ণ করে দিয়েছে। আর আমি আমার ফ্যানেদের বলবো আমি যেমন রিল তৈরি করি তারাও যেন আমার এই মিউজিক ভিডিও দেখে রিল তৈরি করে আমাকে পোস্ট করে। যাদের রিল আমার সবচেয়ে পছন্দ হবে, তাদের জন্য থাকছে সারপ্রাইজ গিফট’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 7:37 PM IST