Koffee With Karan: ‘কফি উইথ করণের’ অতিথির আসনে কঙ্গনা! ‘শত্রুদের’ আমন্ত্রণ জানাতে চান পরিচালক? আসল সত‍্যিটা কি?

Last Updated:

এবারের অতিথিদের তালিকায় কি থাকবে কঙ্গনা রানাওয়াতের নাম? করণের প্রোমো দেখে খানিকটা তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা।

‘কফি উইথ করণ’ নিয়ে আবার ফিরছেন করণ জোহর। সিজন ৮-এর দিনক্ষণ ঘোষণা ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে। কিন্তু এবারের অতিথিদের তালিকায় কি থাকবে কঙ্গনা রানাওয়াতের নাম? করণের প্রোমো দেখে খানিকটা তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি ‘কফি উইথ করণের’ নতুন প্রোমো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর। প্রোমোতে নিজেরই ‘অল্টার ইগো’ বা বিবেকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে করণকে। এক করণ আরেক করণকে ‘কফি উইথ করণে’ তাঁর শত্রুদের, তারকা সন্তান নন যাঁরা, কিংবা অবিবাহিত তারকাদের আমন্ত্রণ জানাতে বলছেন। প্রোমোর ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরদের ধারণা এই তালিকায় থাকতে পারে কঙ্গনার নাম।
advertisement
advertisement
কফি উইথ করণের নতুন প্রোমোতে নিজের সঙ্গে মশকরায় মেতেছেন করণ। করণের করণকে প্রশ্ন,‘‘ সিজন ৮ এ তোমার শত্রুদেরকে ডাকছো না কেন?’’ করণের বিবেকের জবাব,‘‘ তোমাকে কিন্তু ৮০ বছর বয়স পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে।
advertisement
এবার করণের বক্তব‍্য, ‘‘ তাহলে স্টার কিডদের ডেকো না।’’ করণের বিবেক এই প্রস্তাবও নাকচ করে বলে, ‘‘তাহলে কোনও সিজনই হবে না।’’ সবশেষে করণের বক্তব‍্য,‘‘ তাহলে যারা সিঙ্গল তাদের ডাকো। তাদের বিয়ের ব‍্যবস্থা কর।’’ অন‍্য করণের উত্তর,‘‘তুমি ছাড়া আর কেউ বাকি নেই, সবাইকে তুমি সঙ্গী জুটিয়ে দিয়েছো।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan: ‘কফি উইথ করণের’ অতিথির আসনে কঙ্গনা! ‘শত্রুদের’ আমন্ত্রণ জানাতে চান পরিচালক? আসল সত‍্যিটা কি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement