Bengali Film-Serial Shooting: আগামিকাল থেকেই কি শ্যুটিং শুরু টলিপাড়ায়? মমতার সঙ্গে বৈঠক সেরে খুশির খবর দিলেন দেব
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Bengali Film-Serial Shooting: অভিনেতা দেব টুইটে লেখেন- ধন্যবাদ দিদি৷ আশা করা যাচ্ছে, আজ বিকেলের মধ্যেই সব সমাধান হয়ে যাবে৷ এবং আগামিকাল থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ সমস্ত টেকনিশিয়ান,পরিচালক ও স্টকহোল্ডারদের ধন্যবাদ৷
কলকাতা: পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবারের পর মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়া৷ শোনা যাচ্ছে না লাইট-ক্যামেরা-অ্যাকশন৷ গত কয়েকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রি বিরল ঘটনা সাক্ষী৷ সোমবার সকালের ছবিটাও একইরকম৷ আজ সকাল থেকেই টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ৷ অবশেষে টলিপাড়ার জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করেন নবান্নে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষেরা মিলে বৈঠক সারেন।
নবান্ন সূত্রে খবর, টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন অভিনেতা দেবকে। তারপরই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন। আপাতত যাতে শ্যুটিং শুরু করা যায় সেই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে টুইট করলেন অভিনেতা দেব৷
advertisement
Thanku didi @MamataOfficial
Hopefully everything will be resolved by evening
N will resume shooting from tomorrowThanks to all the Technicians ,producers, directors n all the stakeholders pic.twitter.com/Su6HqPBbzG
— Dev (@idevadhikari) July 30, 2024
advertisement
অভিনেতা দেব টুইটে লেখেন- ধন্যবাদ দিদি৷ আশা করা যাচ্ছে, আজ বিকেলের মধ্যেই সব সমাধান হয়ে যাবে৷ এবং আগামিকাল থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ সমস্ত টেকনিশিয়ান,পরিচালক ও স্টকহোল্ডারদের ধন্যবাদ৷ দেবের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ এবং দেবের টুইটে আশার আলো দেখতে পাচ্ছেন টলিপাড়ার একাংশ৷
advertisement
আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
মঙ্গলবারও প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷
advertisement
বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ তবে আজকের এই বৈঠকের পর কাল থেকে কি ফের আগের জায়গায় ফিরবে টলিপাড়া? লাইট-ক্যামেরা-অ্যাকশন কি আবারও শোনা যাবে? আপাতত তার অপেক্ষায় সকলে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 5:44 PM IST