Tiger 3 Box Office Collection: দীপাবলিতে ভক্তদের দুর্দান্ত উপহার ভাইজানের, প্রথম দিনেই টাইগার ৩-এর ঝুলিতে ৪২ কোটি টাকা
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Tiger 3 Box Office Collection: 'টাইগার ৩' ছবির বক্স অফিসের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে যে, এই ছবি নিরাশ করেনি ভক্তদের।
অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। দীপাবলির শুভ দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘টাইগার ৩’। আর প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করল অ্যাকশনে ভরপুর এই ছবিটি। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমিকে।
‘টাইগার ৩’ ছবির বক্স অফিসের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে যে, এই ছবি নিরাশ করেনি ভক্তদের। বলাই বাহুল্য, ভাইজানের তরফ থেকে ভক্তদের জন্য এটা একটা দুরন্ত উপহার। আর ভক্তদের ভালবাসাতেও কোনও ঘাটতি দেখা যায়নি। যার ফলে প্রথম দিনেই কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস।
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
advertisement
advertisement
বক্স অফিসের পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে যে, দীপাবলির সকালে দারুণ সূচনা হয়েছে ছবিটির। তবে সন্ধ্যা আর রাতে আয়ের সেই গতি কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়েছিল। আসলে সন্ধ্যার দিকে বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছিল লক্ষ্মী পূজা। অ্যাডভান্স বুকিং টিকিট সেল এবং টিকিট উইন্ডো দেখে আশা, প্রথম দিনেই এই ছবিটি সব মিলিয়ে ৪২ কোটি টাকা আয় করতে সক্ষম হবে।
advertisement
প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ‘টাইগার ৩’। শুরু হয়েছিল হইচইও। ফলে দীপাবলির দিনে মুক্তির সঙ্গে সঙ্গেই সলমনের ছবি ভক্তদের কাছে যেন বিশেষ এক উপহার হয়ে উঠেছে। যদিও ফিল্ম সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। তবে সিনেপ্রেমীরা ছবিটি বেশ উপভোগই করেছেন। কারণ বড় পর্দায় ফের টাইগার আর জোয়ার রসায়ন দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা। শুধু তা-ই নয়, আরও চমক রয়েছে। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স রয়েছে পাঠান শাহরুখ খানের। আসলে ছবির গল্পের এক কঠিন পরিস্থিতিতে টাইগারকে রক্ষা করতে আসেন পাঠান।
advertisement
‘টাইগার ৩’ ছবিতে বলিউড বাদশার ক্যামিও সবথেকে বেশি পছন্দ করেছেন ভক্তরা। এমনকী এই ছবির জন্য ইমরান হাসমিও পেয়েছেন সেরা খলনায়কের তকমা। আর অ্যাকশনে-প্যাকড অবতারে অনবদ্য ক্যাটরিনাও। প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি ‘টাইগার ৩’। এই ইউনিভার্সের আগের ছবিগুলি হল ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 1:06 PM IST