বাবা সম্পর্কে বলতে গিয়ে আবেগঘন রণবীর কাপুর, আলিয়ারও চোখ উপচে পড়েছিল জলে

Last Updated:

'আমি আমার হাসি নিয়ে মানুষের কাছে বেঁচে থাকতে চাই। কান্না আমার পছন্দ না।'

#মুম্বই: 'আমি আমার হাসি নিয়ে মানুষের কাছে বেঁচে থাকতে চাই। কান্না আমার পছন্দ না।'...মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও মুশরে পড়েননি, বরং তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে হেসে খেলেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন রাজ কাপুরের দ্বিতীয় পুত্র ঋষি কাপুর! হেসে খেলেই কাটালেন... ক্যান্সারের চিকিৎসা চলাকালীনও চিকিৎসকদের নানা ভাবে হাসি খুশিতে ভরিয়ে রাখতেন! আফটারঅল বলিটাউনের চকোলেট বয় , আলটিমেট প্রেমিক নায়ক... তাঁর অওরাই আলাদা... বিদায় এভারগ্রিন সুপারস্টার!
গতবছর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বাবা ঋষি কাপুরকে নিয়ে কিছু কথা বলেছিলেন রণবীর। পাশে ছিলেন আলিয়া, সেদিন চোখে জল ভরে এসেছিল 'রাজি' স্টারেরও!  রণবীর বলেছিলেন, '' বাবা আমার কাছে নানারকম ইনসিকিওরিটি নিয়ে কথা বলে। জিজ্ঞেস করে, যখন আবার ফিরে আসবে তখন কি আবার কাজের অফার পাবে ? আবার অভিনয় করতে পারবে ? এটাই কাজের প্রতি প্যাশন, উন্মাদনা...''
advertisement
advertisement
advertisement
নিজমুখে স্বীকার না করলেও, রণবীর কাপুর- আলিয়া ভাটের প্রেমপর্ব কারওরই অজানা নয়। একবার একটি সাক্ষাৎকারে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ঋষি জানান, '' এটা রণবীরের জীবন। ও কাকে বিয়ে করবে সেটা ওর সিদ্ধান্ত। আমার আলিয়াকে পছন্দ, নীতুর আলিয়াকে পছন্দ, রণবীরের আলিয়াকে পছন্দ! হয়ে গেল !'' তিনি আরও বলেন, '' আমি জাজমেন্টাল হতে পারিনা। আমার কাকু সামিজি, শষীজি নিজের জীবনসঙ্গী নিজে পছন্দ করেছিলেন, আমিও তাই করেছি। রণবীরেরও অধিকার আছে নিজের লাইফ পার্টনার নিজে বেছে নেওয়ার।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা সম্পর্কে বলতে গিয়ে আবেগঘন রণবীর কাপুর, আলিয়ারও চোখ উপচে পড়েছিল জলে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement