'জরা সা ঝুম লু ম্যায়' আশা ভোঁসলে ও অভিজিতের সুপারহিট গানে অভিনেত্রীর Tiktok ভিডিও ভাইরাল

Last Updated:

ছবির নাম দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে

#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক যুবতী শুধুই তাঁর পরিচয় এটা নয় তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থাৎ টলিউডের এক পরিচিত মুখ ৷ ইদানিং নব্বইয়ের দশকের শাহরুখ খানের সুপারহিট ছবি দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির অন্যতম সুপারহিট গান জরা সা ঝুম লু ম্যায় গানে টিকটক ভিডিও শ্যুট করে ভাইরাল হয়েছেন ৷
ছবিটি রেকর্ড করেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মুম্বইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহে দশকের পর দশক ধরে চলেছে ৷ আশা ভোঁসলে ও অভিজিতের সুপারহিট গানের টিকটক ভিডিও শ্যুট করে সবার নজরে এসেছেন ৷ ছবিটির দৃশ্যটি ইউরোপে শ্যুট হয়েছিল যতীন-ললিতের সুরে দারুণ গানটিতে ইউরোপের রাতের সৌন্দর্য ফুটে উঠেছে ৷
https://www.tiktok.com/@mousumishaon/video/6758498102103002370
advertisement
এই গান আজকের নয় আড়াই দশকের ধরে সবার মনে বিশেষ জায়গা করে নিয়েছে ৷ এই গান কখনই ভোলা যায় না অনেক কিছুই শেষ হয়ে হলনা শেষ ৷ তেমনই এই ছবিটি ভোলা অসম্ভব ৷ একদিকে পঞ্জাবের দারুণ অন্যদিকে, লন্ডন, ইউরোপ, বিশেষত জুরিক এক বিশেষ আনন্দের সৃষ্টি করেছে ৷ সেই চিরদিনের ভাললাগার গানে টিকটক ভিডিও শ্যুট করে ভাইরাল হয়েছেন  মৌসুমী সান্যাল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'জরা সা ঝুম লু ম্যায়' আশা ভোঁসলে ও অভিজিতের সুপারহিট গানে অভিনেত্রীর Tiktok ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement