ফের আসছে The Mummy !
Last Updated:
হলিউডের পর্দায় আবার মমি ! তবে এবার একেবারে অন্যরকম রূপে ৷ ব্রেনডন ফ্রেজার নয়, বরং এবার টম ক্রুজ লড়বেন
#নিউইর্য়ক: হলিউডের পর্দায় আবার মমি ! তবে এবার একেবারে অন্যরকম রূপে ৷ ব্রেনডন ফ্রেজার নয়, বরং এবার টম ক্রুজ লড়বেন খলনায়ক মমি-র সঙ্গে ! ছবির পরিচালক, অ্যালেক্স কার্টজম্যান !
ইতিমধ্যেই সাড়া ফেলেছে নতুন মমি ছবির ট্রেলার ৷ ট্রেলারে দেখা গিয়েছে, ছবিতে টম ক্রুজের মৃত্যু ও পরে বেঁচে ওঠা ৷ আর সেখান থেকেই উত্তেজনা ও উৎকন্ঠা দ্বিগুণ হয়েছে দর্শকদের মধ্যে ৷ প্রশ্ন উঠছে ছবির গল্পকে নিয়ে ৷
ব্রেনডন ফ্রেজার অভিনীত মমি ছবি গোটা দুনিয়ায় চূড়ান্ত সাফল্য পেয়েছিল ৷ সেই নামেই আবার এক সুপারন্যাচরাল ছবি নিয়ে আসায় একটু হলেও চাপে আছে হলিউড ৷ তবে ছবির পরিচালক জানিয়েছে, কোনও চাপ নেই ৷ দুটো ছবি একেবারেই আলাদা ৷ এমনকী, অভিজ্ঞতাও আলাদা !
advertisement
advertisement
দেখুন ছবির ট্রেলার...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2016 4:14 PM IST