Home /News /entertainment /
The Kashmir Files : নতুন সাফল্য় দ্য কাশ্মীর ফাইলস-এর! সূর্যবংশীর রেকর্ড ভেঙে চুরমার

The Kashmir Files : নতুন সাফল্য় দ্য কাশ্মীর ফাইলস-এর! সূর্যবংশীর রেকর্ড ভেঙে চুরমার

নতুন সাফল্য় দ্য কাশ্মীর ফাইলস-এর! সূর্যবংশীর রেকর্ড ভেঙে চুরমার

নতুন সাফল্য় দ্য কাশ্মীর ফাইলস-এর! সূর্যবংশীর রেকর্ড ভেঙে চুরমার

The Kashmir Files : এর মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কয়েকটি নতুন ছবিও। কিন্তু সেগুলিও কাশ্মীর ফাইলস এর জন্য জায়গা করতে পারেনি বক্স অফিসে।

 • Share this:

  #মুম্বই: বিবেক অগ্নিহোত্রী পরিচালিকত ছবি দ্য কাশ্মীর ফাইলস-এর (The Kashmir Files) রমরমা বক্স অফিস জুড়ে। একের পরে এক রেকর্ড ভাঙছে এই ছবি। সোশ্যাল মিডিয়াতেও এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। ছবিটি মুক্তি পেয়েছে গত ১১ মার্চ। ৯ দিনের মধ্যেই এই ছবি বক্স অফিস ১০০ কোটির বেশি সংগ্রহ করে।

  এমনকি গতকাল অর্থাৎ সোমবারও ভালো ব্যবসা করেছে এই ছবি (The Kashmir Files) । এদিন এর বক্স অফিস সংগ্রহ ছিল ১৪ কোটি টাকা। এর মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কয়েকটি নতুন ছবিও। কিন্তু সেগুলিও কাশ্মীর ফাইলস এর জন্য জায়গা করতে পারেনি বক্স অফিসে। অন্যদিকে এই ছবি ইতিমধ্যেই বক্স অফিস কাঁপানো ছবি সূর্যবংশী-র রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা যাচ্ছে।

  আরও পড়ুন- মাত্র ২৪ বছর বয়সে গল্লি বয় খ্যাত র‍্যাপার-এর মৃত্যু! শোক প্রকাশ রণবীর ও সিদ্ধান্তের

  সূর্যবংশী এবং হলিউডের ছবি দ্য স্পাইডারম্যান এর দ্বিতীয় দিনের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) । দ্বিতীয় সপ্তাহে এই ছবি বক্স অফিস সংগ্রহ ১৭৯ কোটি টাকা। অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী ছবির ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল ১৬২.৫০ কোটি টাকা।

  ১৯৯০ সালে কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের কঠিন পরিস্থিতি নিয়ে তৈরি এই ছবি। কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ঘটনা উঠে এসেছে এই ছবিতে (The Kashmir Files) । ছবির জেরে এই বিষয়টি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ছবিটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার। বলা হচ্ছিল, ছবিটি দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১৫০ কোটি সংগ্রহ করবে। কিন্তু সেই হিসেবও ছাপিয়ে গিয়েছে এই ছবির বক্স অফিস সংগ্রহ।

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: The Kashmir Files

  পরবর্তী খবর