Gully boy : মাত্র ২৪ বছর বয়সে গল্লি বয় খ্যাত র‍্যাপার-এর মৃত্যু! শোক প্রকাশ রণবীর ও সিদ্ধান্তের

Last Updated:

Gully boy : এমসি তোড়ফোড়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন গল্লি বয় (Gully boy) ছবির অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant chaturvedi)।

মাত্র ২৪ বছর বয়সে গল্লি বয় খ্যাত র‍্যাপার-এর মৃত্যু! শোক প্রকাশ রণবীর ও সিদ্ধান্তের
মাত্র ২৪ বছর বয়সে গল্লি বয় খ্যাত র‍্যাপার-এর মৃত্যু! শোক প্রকাশ রণবীর ও সিদ্ধান্তের
#মুম্বই: মাত্র ২৪ বছর বয়সে 'গল্লি বয়' (Gully boy)খ্যাত র‍্যাপার এমসি তোড়ফোড় (MC TodFod) প্রয়াত। আসল নাম ধর্মেশ পরমর। মুম্বইয়ের হিপহপ গ্রুপ স্বদেশি-র অন্যচম সদস্য ছিলেন তিনি। এমসি-র মৃত্যুর খবর প্রকাশ করেছেন স্বদেশি-র রেকর্ড কোম্পানি। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
২০১৩ সালে স্বদেশি নামের এই র‍্যাপ ও হিপহপ গানের গ্রুপ তৈরি হয়। এমসি তোড়ফোড়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন গল্লি বয় (Gully boy) ছবির অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant chaturvedi)। গল্লি বয় ছবিতে ইন্ডিয়া ৯১ নামে একটি র‍্যাপ গেয়েছিলেন এমসি। রণবীর র‍্যাপারের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শোক প্রকাশ করেছেন।
advertisement
সিদ্ধান্তও এমসি তোড়ফোড়ের (MC TodFod) একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি র‍্যাপার এর সঙ্গে হওয়া কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। দেখা যাচ্ছে সেই কথোপকথনে এমসি-র গাওয়া সেই র‍্যাপ এর প্রশংসা করেছিলেন সিদ্ধান্ত।
advertisement
গল্লি বয় ছবিটির পরিচালনা করেছিলেন জোয়া আখতার। তিনিও এই তরুণ র‍্যাপার এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, "তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের দেখা হয়েছিল এর জন্য আমি কৃতজ্ঞ। বান্টাই তোমার আত্মার শান্তি কামনা করি।" জোয়ার প্রযোজনা সংস্থা টাইগার বেবি ফিল্মসও র‍্যাপার এর জন্য শোকপ্রকাশ করেছেন। সেই পোস্টে লেখা, "ধর্মেশ পরমর তথা এমসি তোড়ফোড়ের স্মৃতির উদ্দেশ্যে। আমাদের বান্টাই খুব তাড়াতাড়ি চলে গেল।"
advertisement
View this post on Instagram

A post shared by Zoya Akhtar (@zoieakhtar)

advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পায় জোয়া আখতার পরিচালিত ছবি গল্লি বয় (Gully boy)। অভিনয় করেছিলেন রণবীর সিং, আলিয়া ভাট, সিদ্ধান্ত চতুর্বেদি, কালকি কেকলান ও বিজয় ভর্মা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gully boy : মাত্র ২৪ বছর বয়সে গল্লি বয় খ্যাত র‍্যাপার-এর মৃত্যু! শোক প্রকাশ রণবীর ও সিদ্ধান্তের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement