The Kashmir Files in Sign Language: এবার শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ZEE5-এ সাংকেতিক ভাষায় মুক্তি পেল দ্য কাশ্মীর ফাইলস!

Last Updated:

The Kashmir Files in ZEE5 OTT: Zee5 ভারতীয় সাংকেতিক ভাষায় বলিউডের বাণিজ্যিক সিনেমার মুক্তি ঘটানো প্রথম OTT হওয়ার বিশ্ব রেকর্ড অর্জন করেছে।

The Kashmir Files: মুক্তির পর থেকেই বিতর্কে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস। তথ্য বিকৃতির অভিযোগ থেকে শুরু করে রাজনৈতিক প্রোপাগান্ডা, নানান অভিযোগই উঠেছে এই সিনেমার বিরুদ্ধে। এবার হিন্দি, তামিল, তেলগু, কন্নড় এমনকি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজেও Zee5-এ দেখা যাবে এই সিনেমা৷ শ্রবণ প্রতিবন্ধীদের সুবিধার্থে Zee5 মুম্বাইতে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল যেখানে শ্রবণ প্রতিবন্ধী ৫০০ জন মানুষ উপস্থিত ছিলেন। স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী জোশী এবং দর্শন কুমার। Zee5 ভারতীয় সাংকেতিক ভাষায় বলিউডের বাণিজ্যিক সিনেমার মুক্তি ঘটানো প্রথম OTT হওয়ার বিশ্ব রেকর্ড অর্জন করেছে। ১৩ মে, শুক্রবার Zee5-এ কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছে।
advertisement
advertisement
এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমরা আনন্দিত যে কাশ্মীর ফাইলস সারা বিশ্বের অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং অনুরণিত হয়েছে এবং এখন ZEE5-এর পদক্ষেপের ফলে সিনেমাটি শুধুমাত্র হিন্দিতেই নয়, তামিল, তেলগু, কন্নড় এবং ভারতীয় সাংকেতিক ভাষাতেও দেখা যাবে। এটি এমন একটি গল্প যা অবশ্যই সবার জানা উচিত।”
advertisement
অভিনেতা দর্শন কুমার বলেন, “কাশ্মীর ফাইলস বেদনা, যন্ত্রণা এবং সংগ্রামের গল্প। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই এই গল্পটি সম্পর্কে জানা উচিত কারণ এটি বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য অণুপ্রেরণা দেবে।”
advertisement
advertisement
অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রী শুক্রবার মুম্বইতে দ্য কাশ্মীর ফাইলস কনসার্টেরও ব্যবস্থা করেছেন। পরিচালক এবং তাঁর স্ত্রী পল্লবী জোশীও এই অনুষ্ঠানে অংশ নেবেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি গত ১১ মার্চ মুক্তি পেয়েছে এবং মহামারীর পরে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করা প্রথম সিনেমা এটিই। চলচ্চিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং দর্শন কুমার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
The Kashmir Files in Sign Language: এবার শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ZEE5-এ সাংকেতিক ভাষায় মুক্তি পেল দ্য কাশ্মীর ফাইলস!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement