The Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখে 'জোকার'-এর সঙ্গে অনুপমের তুলনা! কঙ্গনা কী বললেন জানেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
The Kashmir Files : সম্প্রতি এক অনুরাগী অনুপম খেরের সঙ্গে হিথ লেজারের একটি কোলাজ শেয়ার করেন।
#মুম্বই: সদ্য মুক্তি প্রাপ্ত ছবি দ্য কাশ্মীর ফাইলস-কে (The Kashmir Files) ঘিরে নেটদুনিয়া সরগরম। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি যেমন সাড়া ফেলেছে, তেমনই এই নিয়ে আলোচনাও হচ্ছে। এমনকি ছবির অভিনেতা অনুপম খেরের অভিনয়ের সঙ্গে প্রয়াত হলিউড অভিনেতা হিথ লেজারের সঙ্গেও তুলনা করা হচ্ছে।
সম্প্রতি এক অনুরাগী অনুপম খেরের সঙ্গে হিথ লেজারের একটি কোলাজ শেয়ার করেন। একদিকে জোকার-এর ভূমিকায় হিথ। অন্যদিকে দ্য কাশ্মীর ফাইলস-এর (The Kashmir Files) অনুপম খের। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "কিছু অভিনয় যা জীবনে ভোলা যাবে না।"
সেই কোলাজটি শেয়ার করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অনুপম খেরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। কঙ্গনা লিখেছেন, "শহরে নতুন ব্লকবাস্টার নায়ক। তবে ব্যতিক্রম হল, ইনি অভিনয়টা জানেন।"
advertisement
advertisement
এই কোলাজটি অনুপম খের নিজেও শেয়ার করেছেন টুইটারে। সঙ্গে লিখেছেন, "নাম প্রকাশ না করে যারা প্রশংসা করেন, খুব ভালো লাগে। কারণ এরা এখান থেকে কোনও সুবিধা পেতে চাইছে না। ধন্যবাদ আবার অজানা বন্ধু এটা বানানোর জন্য।"
advertisement
Anonymous compliments are the best because you know they aren’t trying to gain anything out of it!! Thank you my anonymous friend for making this. I am delighted to see it!! 🙏😍🙏#TheKashmirFiles @vivekagnihotri pic.twitter.com/dp9quVRGQb
— Anupam Kher (@AnupamPKher) March 15, 2022
advertisement
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা নিয়ে তৈরি এই ছবি (The Kashmir Files)। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী। এই ছবি দেখার পর বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত করে দিয়েছেন। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখার জন্য অফিস থেকে ছুটিও মিলছে অনেক জায়গায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 11:38 PM IST