The Kashmir Files : 'দ্য কাশ্মীর ফাইলস' এর রেটিং পড়ল IMDB-তে! ক্ষোভ প্রকাশ বিবেক অগ্নিহোত্রীর
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
The Kashmir Files : কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে এই ছবি। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।
#মুম্বই: এই মুহূর্তে যে ছবি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে এই ছবি। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ১১ মার্চ মুক্তির পর থেকেই ছবিটি দর্শক মহলে প্রশংসা কুড়োচ্ছে। কিন্তু হঠাৎই আইএমডিবিতে ছবির রেটিং কমে গিয়েছে।
ছবিটি প্রথমে আইএমডিবি প্ল্যাটফর্মে ১০ এর মধ্যে ৯.৯ রেটিং পেয়েছে। কিন্তু সেই রেটিং কমে গিয়ে এখন হয়েছে ৮.৩। সিনেমার রিভিউ এর জন্য এই ওয়েবসাইট খুবই জনপ্রিয়। কিন্তু কেন কমে গেল দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)এর রেটিং। ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়েছে, "আমাদের রেটিং পদ্ধতি এই ছবির জন্য কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে।" এর পরেই রেটিং বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় IMDB.
advertisement
THIS IS UNUSUAL AND UNETHICAL. https://t.co/Iwcc7yQCGk
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 14, 2022
advertisement
এই ছবির জন্য ২ লক্ষ ভোট পড়েছে। যার মধ্যে ৯৪ শতাংশ মানুষ ১০ এর মধ্যে ১০ দিয়েছেন। ৪ শতাংশ মানুষ দিয়েছেন ১০ এর মধ্যে ১। কিন্তু রেটিং কমে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পরিচালক। যদিও আইএমডিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, অদ্ভুত ভোটিং পদ্ধতি লক্ষ্য করার পরেই এই বদল করা হয়েছে। তবে কীভাবে এই রেটিং মাপা হয় তা তারা প্রকাশ্যে আনতে রাজি না।
advertisement
বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)রেটিং কমে যাওয়ায় বলেছেন, বিষয়টি অনৈতিক। প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা নিয়ে তৈরি এই ছবি (The Kashmir Files)। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী। এই ছবি দেখার পর বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত করে দিয়েছেন। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখার জন্য অফিস থেকে ছুটিও মিলছে অনেক জায়গায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 10:30 PM IST