Deepika Padukone | Ranveer Singh : দীপিকাকে 'দারুণ রাঁধুনি' বলেই বিপাকে রণবীর! নায়িকার উত্তর শুনে অবাক নেটিজেন

Last Updated:

Deepika Padukone | Ranveer Singh : জন সমক্ষে দীপিকার প্রতি নিজের অনুভূতি বার বার স্পষ্ট বসেছেন রণবীর, যা মন ছুঁয়েছে দর্শকদের।

দীপিকাকে 'দারুণ রাঁধুনি' বলেই বিপাকে রণবীর! নায়িকার উত্তর শুনে অবাক নেটিজেন
দীপিকাকে 'দারুণ রাঁধুনি' বলেই বিপাকে রণবীর! নায়িকার উত্তর শুনে অবাক নেটিজেন
#মুম্বই: দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh) এর জুটির অনুরাগীর সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। বিয়ের আগে থেকেই দুজনের রসায়ন মুগ্ধ করেছে এসেছে। জন সমক্ষে দীপিকার প্রতি নিজের অনুভূতি বার বার স্পষ্ট বসেছেন রণবীর, যা মন ছুঁয়েছে দর্শকদের। অনেকে মনে করেন, বিয়ের পরে নাকি প্রেমে ভাঁটা পড়। কিন্তু দীপিকা বা রণবীরের ক্ষেত্রে এমনটা বলা যায় না।
বিয়ের পরেও দুজনের প্রেমের রসায়ন বেড়েই চলেছে। সম্প্রতি এক ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর রণবীর (Ranveer Singh) বলেছেন, দীপিকাকে (Deepika Padukone) তিনি খুব মিস করছেন। কারণ এই মুহূর্তে পাঠান ছবির শ্যুটিং নিয়ে স্পেনে রয়েছেন তিনি। রণবীর নিজেও ফুটবল প্রিমিয়ার লিগ দেখার জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন।
পরস্পরের থেকে এত দূরে থেকে স্ত্রীকে মিস করছেন রণবীর। ইনস্টাগ্রামে এক অনুরাগীর প্রশ্নে এমনই জানিয়েছেন অভিনেতা। এক অনুরাগী প্রশ্ন করেন, রণবীর (Ranveer Singh) কি দীপিকার (Deepika Padukone) হাতের রান্না পছন্দ করেন? তার উত্তরে রণবীর লেখেন, "আমি খুব ভালোবাসি। ও একজন দারুণ রাঁধুনি। আমার বেবির বহুমুখী প্রতিভা আছে।" তবে স্ত্রীর প্রশংসা করে ফ্যাঁসাদেই পড়লেন রণবীর।
advertisement
advertisement
দীপিকার প্রশংসায় প্রায়ই পঞ্চমুখ হন অভিনেতা। কিন্তু এই প্রশংসা শুনে স্বামীকে ট্রোল করলেন দীপিকা নিজেই। এত প্রশংসা শুনে দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "কী ব্যাপার? হঠাৎ এত মুগ্ধ করার চেষ্টা করছ কেন?"
advertisement
তবে রণবীর ও দীপিকার এই খুনশুটি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই দীপিকার ছবি গেহেরাইয়া মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। এখন তিনি শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে পাঠান ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone | Ranveer Singh : দীপিকাকে 'দারুণ রাঁধুনি' বলেই বিপাকে রণবীর! নায়িকার উত্তর শুনে অবাক নেটিজেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement