Madhuri Dixit: নিখোঁজ মাধুরী দিক্ষিত ! অপহরণের পিছনে পরিবারের হাত নেই তো? নায়িকার পোস্টে রহস্য

Last Updated:

Madhuri Dixit: সব দিক থেকে সফল তিনি। নেটফ্লিক্সেও আসছে তাঁর নতুন সিরিজ 'দ্য ফেম গেম'। তার মাঝেই মাধুরী দিক্ষিত নিখোঁজ। অপহরণের রহস্য বলিউডে।

photo source collected
photo source collected
#মুম্বই:  মাধুরী দিক্ষিত নিখোঁজ (Madhuri Dixit)। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। সেই ৮-এর দশকের শেষের দিক থেকে এখনও তিনি বলি টাউনের সব থেকে দাপুটে অভিনেত্রী ছিলেন। বিয়েও করেছেন। সন্তানদের নিয়ে তাঁর সুখের সংসার। তবে কী কারণে নিখোঁজ তিনি? বলিউড মাধুরীর নিখোঁজের পিছনে অপহরণের রহস্য খুঁজে পাচ্ছে। শোরগোল শুরু হয়েছে এই খবরে। তবে কী মনের কষ্টে ভুল কিছু করে ফেললেন তিনি। নায়িকার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে রহস্য দানা বাঁধছে।
শেষ পোস্টে কী লিখেছেন তিনি(Madhuri Dixit)? যা নিয়ে এত শোরগোল। অবাক হচ্ছেন তো? এই বয়সে সব কিছু থাকতে মাধুরী কেন হারিয়ে গেলেন। আসলে তিনি যা করেছেন সব চরিত্রের প্রয়োজনে। নিজের ইনস্টাতে মাধুরী লিখেছেন, "শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি।" এই লেখা দেখেই শুরু হয় তোলপাড়। কোথায় গেলেন মাধুরী। তাও আবার নিখোঁজের আগে তিনি বদলে ফেলেছেন নিজের নাম। মাধুরী থেকে হয়েছেন অনামিকা আনন্দ।
advertisement
advertisement
মাধুরী(Madhuri Dixit) তাঁর ইনস্টাতে আরও লেখেন, "এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারিতেই সব জানা যাবে।" এতক্ষণে বিষয়টা খোলসা হয়। আসলে সত্যিই তিনি নিখোঁজ তবে বাস্তবে নয়। তিনি হারিয়েছেন চরিত্রের প্রয়োজনে। নেটফ্লিক্সে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'ফেমগেম"।
advertisement
View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
সেখানেই তাঁর নাম অনামিকা আনন্দ। যিনি একজন সফল অভিনেত্রী। রয়েছে সুখের সংসার। কিন্তু সেই সংসার আদৌ সুখের কী? গোটা জীবন অন্যের হয়ে অভিনয় করতে করতে অনামিকা ওরফে মাধুরী নিজের স্বত্ত্বাকেই ভুলে গিয়েছেন (The Fame Game)। একটি রাতে বদলে যায় তাঁর জীবন। উধাও হয়ে যান তিনি। মাধুরীকে খোঁজা নিয়েই এগোবে এই 'ফেমগেম' সিরিজের গল্প। ওটিটি এবং সিরিজে এই প্রথম অভিনয় করছেন মাধুরী দিক্ষিত। এই সিরিজের প্রযোজক করণ জোহর। পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার(The Fame Game) ও করিশ্মা কোহলি। ২৫ তারিখে থেকেই দেখা যাবে এই সিরিজ।
advertisement
প্রসঙ্গত সুস্মিতা সেন, রবীনা ট্যান্ডন অনেক আগেই সিরিজে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। এবার মাধুরীর পালা। তাঁর সঙ্গে থাকবেন সঞ্জয় কাপুরও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhuri Dixit: নিখোঁজ মাধুরী দিক্ষিত ! অপহরণের পিছনে পরিবারের হাত নেই তো? নায়িকার পোস্টে রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement