Kangana Ranaut: ১৬ জন সেলিব্রিটিকে জেলে ঢোকালেন কঙ্গনা ! বাবার টাকা থাকলেও মিলবে না জামিন! অপমানের বদলা নিলেন নায়িকা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut: এত দিন ধরে বলিউডের অনেক অপমান সয়েছেন কঙ্গনা রানাওয়াত ! আর নয় একেবারে ১৬ জনকে এক সঙ্গে জেলে ঢোকালেন নায়িকা!
#কলকাতা: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)মানেই বিতর্ক। কোনও বিষয় নেই যা নিয়ে তিনি মন্তব্য করেনি। সাবার আগে যা ইচ্ছে তাই বলে ফেলবেন তিনি। সে বলিউডের নেপোটিজম হোক বা পরিচাকদের কারচুপি। বা দেশের কোনও বিষয়। কথা তিনি বলবেনই। তবে অভিনয়টা কঙ্গনা সত্যিই ভাল করেন। তাই বলিউডে তাঁর পছন্দের মানুষের পাশাপাশি বহু হেটার্স মানে ঘৃণা করার মানুষও আছে। তাঁর বলা কোনও মন্তব্য নিয়ে সমালোচনা তো কম হয় না। তবে তাতে ভয় পাওয়ার পাত্রী কঙ্গনা নয়। শেষ পর্যন্ত দেখবেন তিনি। তাই বলে নিজেই খুলে ফেলবেন জেলখানা? এ আবার কী?
একদম ঠিক পড়েছেন। কঙ্গনা (Kangana Ranaut) এবার জেল খুলেছেন। সেখানে তিনি এবার বদলা নেবেন সেলেবদের ওপর। এতদিন ধরে তাঁকে যারা যারা কটুক্তি করেছেন সকলকে ধরে ধরে পুরবেন জেলে। এবং সেখানে শুধু চলবে বদলা নেওয়া। ইতিমধ্যেই ১৬ জন সেলিব্রিটিকে তিনি এই জেলে ঢোকানোর সব ব্যবস্থা করে ফেলেছেন।
এই কাজ করার অধিকার তাঁকে দিল কে! কাউকে দিতে হয়নি নিজেই ছিনিয়ে নিয়েছেন। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার জেল এমন যেখানে না চলবে ভাইগিড়ি, না বাবার টাকা কাজে লাগবে, তৈরি হয়ে যাও 'লক-আপ'-এর জন্য। ২৭ তারিখে থেকেই দেখতে পাবেন এই জেলে কী হাল হয় সেলেবদের।"
advertisement
advertisement
advertisement
এছাড়াও ভিডিওতে তিনি বলছেন, 'এখানে দু'ধরণের মানুষ আছে। কেউ আমায় পছন্দ করে কেউ আমায় ঘৃণা করে। নেপোটিজম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাকে আঘাত করা? এবার সব বদলা আমি নেব। একজনকেও ছাড়বো না। এই লক-আপে শুধু আমি যা বলবো সেটাই হবে।" কালো পোশাকে দারুণ মোহময়ী লাগছে তাঁকে। শয়তান ও দেবীর বাস যেন এক শরীরে। আসলে এম-এক্স প্লেয়ারে ২৭ ফেব্রুয়ারি Lock Upp Teaser থেকে নতুন রিয়ালিটি শো নিয়ে আসছেন কঙ্গনা (Kangana Ranaut)। এখানে থাকবেন ১৬ জন পসেলেব। যাদের থাকতে হবে জেলে। এই শো সলমন খানের মতো হোস্ট করবেন কঙ্গনা। এখানে তিনি যা বলবেন তাই হবে। সবার থেকে বদলা নেবেন কঙ্গনা।
advertisement
১৬ তারিখে আসছে পুরো ট্রেলার। আপাতত জানা গিয়েছে (Lock Upp Teaser) এই শোতে জেলে যাবেন, ভীর দাস, শেহনাজ গিল, অনুষ্কা সেন। বাকিদের নাম জানা যাবে ১৬ তারিখ। দেখা যাক এই রিয়ালিটি শো সব শোয়ের বাপ হয় কিনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 5:02 PM IST