Mobile Short Film: খুদে পরিচালকের জয়জয়কার জেলায়! মোবাইলে ছোট ছবি বানিয়ে পুরস্কার পেল দশম শ্রেণির পড়ুয়া

Last Updated:

Mobile Short Film: শাওন কোচবিহারের জেনকিন্স স্কুলের দশম শ্রেণির ছাত্র। তবে এত ছোট বয়সে সে শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই তৈরি করেছে শর্ট ফিল্ম। তার তৈরি এই শর্ট ফিল্মটির নাম ‘ভাঙা বড়শি’।

+
মোবাইল

মোবাইল দিয়ে শর্ট ফিল্ম বানিয়ে চমক দশম শ্রেণির পড়ুয়ার

কোচবিহার: কোচবিহার সদর শহরের ঘোষপাড়ায় বাসিন্দা শাওন রক্ষিত ও তার পরিবার। শাওন কোচবিহারের জেনকিন্স স্কুলের দশম শ্রেণির ছাত্র। তবে এত ছোট বয়সে সে শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই তৈরি করেছে শর্ট ফিল্ম। তার তৈরি এই শর্ট ফিল্মটির নাম ‘ভাঙা বড়শি’। যা ইতিমধ্যেই সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি নাটক তার ভাললাগার অন্যতম বিষয়। সেই কারণে তাকে ছোটদের থিয়েটার স্কুলে ভর্তি করিয়ে দেন তার বাবা-মা। গত তিন বছর ধরে সেখানে অভিনয় শিখছে সে। তার তৈরি শর্ট ফিল্মটি রাজ্যস্তরে, আন্তর্জাতিক স্তরে মনোনীত হওয়ায় দারুণ খুশি সকলে।
শাওন রক্ষিত জানায়, নাটকের প্রতি অগাধ ভালবাসা থেকেই এই অভিনয় জগতে আসার ইচ্ছে। মূলত এই কারণেই সে একটি নাটক প্রশিক্ষণ স্কুলে নাটক শিখে চলেছে। সেই স্কুল থেকেই তাকে শর্ট ফিল্ম প্রতিযোগিতার বিষয়টি জানানো হয়। তখন সে দুই থেকে তিনদিনের মধ্যেই ওই ফিল্মটি তৈরি করে দেয়। তারপর গত ২৮ তারিখ কলকাতা থেকে ফোন করে প্রতিযোগিতার বিষয়টি তাকে জানানো হয়। তাকে যেতে বলা হলেও কোচবিহারে অনুষ্ঠান থাকায় সে যেতে পারেনি। তবে কয়েকদিনের মধ্যেই সে কলকাতা যাবে। আগামীতে সে অভিনয় জগতে আরও অনেকটা এগিয়ে যেতে চায়, এমনটাই ইচ্ছে তার।
advertisement
advertisement
শাওনের মা মুনমুন রক্ষিত জানান, দীর্ঘ সময় ধরে ছেলের অভিনয়ের প্রতি আগ্রহের থেকে তারা ছেলেকে এই বিষয়ে অনেকটাই উৎসাহ দেন। তবে সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই সেই বিষয়েও নজর দিতে হচ্ছে। শাওনের বাবা সুধীন রক্ষিত জানান, বর্তমানে যেখানে মোবাইল ফোনে খারাপ ভাবে আসক্ত হয়ে পড়েছে ছোটরা, সেখানে মোবাইল ফোনকে ভাল কাজে ব্যবহার করলে অনেকটাই সাফল্য পাওয়া যায়। এমনটাই মনে করেন তিনি। তবে বাচ্চাদের মোবাইলের সঠিক প্রয়োজনের উপর কিছুটা নজর রাখতে হয়। তবে শাওনের সাফল্যে দারুণ খুশি তিনি।
advertisement
আগামীতে শাওন আরও বড় মাপের শিল্পী হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সকলের। তবে এত ছোট বয়সে এই ধরনের সাফল্য বেশ অনেকটাই আগ্রহ দিতে পেরেছে শাওনকে। যাতে সে এই জগতে আরওও খ্যাতি অর্জন করার চেষ্টা করে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mobile Short Film: খুদে পরিচালকের জয়জয়কার জেলায়! মোবাইলে ছোট ছবি বানিয়ে পুরস্কার পেল দশম শ্রেণির পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement