ঘরে বউ, বাইরে অন্য মেয়েদের সঙ্গে ফূর্তি, রাজনৈতিক নেতাকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
Last Updated:
#হায়দরাবাদ: বিভিন্ন সময় অভিনেতা বা অভিনেত্রীদের চরিত্র নিয়ে চর্চা হয়৷ যে কোন পরিস্থিতিতেই তাদের দুশ্চরিত্রের তকমা দিয়ে দেওয়া হয় অনায়াসেই৷ তবে তাদের চরিত্র নিয়ে তুল্যমূল্য বিচার না করে, বিচার করা হোক রাজনৈতিক নেতাদের নিয়ে৷ ক্ষমতার বলে তারা সমাজে নানা কুকর্ম করে বেড়ান৷ তাদের নিয়ে আলোচনা প্রয়োজন৷ এমনই বলছেন দক্ষিণী অভেনেত্রী শ্রী রেড্ডি৷ এবার জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণকে নিয়ে মুখ খুললেন তিনি৷
নির্বাচন নিয়ে উৎসাহী অভিনেত্রী শ্রী রেড্ডি সামিল হয়েছেন ভোটপ্রচারে৷ যদিও কোনও দলের হয়ে নয়, নিজেই তিনি করছেন এই প্রচার৷ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিরোধী নেতা জগনোমহন রেড্ডির তাঁর পছন্দের তালিকায়৷ দু’জনের হয়েই তিনি প্রচার করছেন৷ এদের মধ্যে যে কেউ অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হলে তিনি খুশি হবেন৷ তবে জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণকে তিনি ভীষণ অপছন্দ করেন৷ তার কথা অনুযায়ী, অনেকে আমায় দুশ্চরিত্র বলেন৷ আমার অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কুকথা হয়৷ তিনি বলেন যে অনেকের চোখ যিনি ভগবান তুল্য, সেই পবন কল্যাণ যে বিবাহিত হয়েও অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক রাখানে, তা নিয়ে কেন কোনও কথা হয় না৷ কেন তিনি অভিনেত্রী বলে তাকে কাঠগড়ায় তোলা হয় আর পবন কল্যাণ নেতা বলে তিনি রেহাই পান? এই প্রশ্ন তুলেছেন শ্রী৷
advertisement
আপাতত অন্ধ্রপ্রদেশের ভীমাওয়ারাম ও গাজুওয়াকা বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন পবন কল্যাণ৷ লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচনের সাক্ষী থেকেছে অন্ধ্রপ্রদেশে৷
advertisement
আরও দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 2:44 PM IST