গোবিন্দ মেগাহিট ছবি, উদিত নারায়ণের সুপারহিট গানে ভিডিও শ্যুট অভিনেত্রীর, কাঁপল ফেসবুক

Last Updated:

নব্বইয়ের দশকের সুপারহিট গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া

#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই সময়ের লাস্যময়ী নায়িকা টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ এই বার তিনজন মিলে এমনই এক ভিডিও শ্যুট করে বাইরাল হয়েছেন ৷ তিনি জনপ্রিয় হিন্দি ছবি কিঁউ কী ম্যায় ঝুট নেহি বলতা ৷ ছবিতে অভিনয় করেছেন গোবিন্দ, রম্ভা ও সুস্মিতা সেন ৷ ছবিতে অনবদ্য বেশ কয়েকটি গান গেয়েছেন উদিত নারায়ণ, সাধনা সরগম, সুস্মিতা সেন ও পূর্ণিমার কন্ঠে দারুণ গান মন মাতিয়ে সব ধরনের দর্শকের ৷
এই ছবিরই অন্যতম মেগাহিট গান শুনো মিঁঞা জমাটি গানের সঙ্গে তুমুল নেচেছেন তাঁরা ২০০১ সালে ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছিল ৷ সেই সময়ে গোবিন্দর এই ছবিটি পর্যায় ক্রমে এক অন্য রকমের, ভিন্ন স্বাদের পরিচয় বহন করেছে ৷ ছবিটির কাহিনিবিন্যাস ও চিত্রনাট্য বেশ মজাদার ছিল যা দেখে ভাললাগার এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে ৷
advertisement
advertisement
এমনিতেই সুমনা বাংলা টেলিবিশনের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখও বটে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার সুবাদে দর্শকদের অত্যন্ত কাছের অভিনেত্রীতে পরিণত হয়েছেন ৷ বর্তমানে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকে অভিনয় করছেন ৷ একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ তিনি মাঝে মাঝেই বেশ ভিডিও শ্যুট করে কাঁপান সোশ্যাল মিডিয়া ৷ রইল সেই ভিডিও ৷ দেখে নিন এক নজরে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোবিন্দ মেগাহিট ছবি, উদিত নারায়ণের সুপারহিট গানে ভিডিও শ্যুট অভিনেত্রীর, কাঁপল ফেসবুক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement