গোবিন্দ মেগাহিট ছবি, উদিত নারায়ণের সুপারহিট গানে ভিডিও শ্যুট অভিনেত্রীর, কাঁপল ফেসবুক

Last Updated:

নব্বইয়ের দশকের সুপারহিট গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া

#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই সময়ের লাস্যময়ী নায়িকা টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ এই বার তিনজন মিলে এমনই এক ভিডিও শ্যুট করে বাইরাল হয়েছেন ৷ তিনি জনপ্রিয় হিন্দি ছবি কিঁউ কী ম্যায় ঝুট নেহি বলতা ৷ ছবিতে অভিনয় করেছেন গোবিন্দ, রম্ভা ও সুস্মিতা সেন ৷ ছবিতে অনবদ্য বেশ কয়েকটি গান গেয়েছেন উদিত নারায়ণ, সাধনা সরগম, সুস্মিতা সেন ও পূর্ণিমার কন্ঠে দারুণ গান মন মাতিয়ে সব ধরনের দর্শকের ৷
এই ছবিরই অন্যতম মেগাহিট গান শুনো মিঁঞা জমাটি গানের সঙ্গে তুমুল নেচেছেন তাঁরা ২০০১ সালে ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছিল ৷ সেই সময়ে গোবিন্দর এই ছবিটি পর্যায় ক্রমে এক অন্য রকমের, ভিন্ন স্বাদের পরিচয় বহন করেছে ৷ ছবিটির কাহিনিবিন্যাস ও চিত্রনাট্য বেশ মজাদার ছিল যা দেখে ভাললাগার এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে ৷
advertisement
advertisement
এমনিতেই সুমনা বাংলা টেলিবিশনের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখও বটে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার সুবাদে দর্শকদের অত্যন্ত কাছের অভিনেত্রীতে পরিণত হয়েছেন ৷ বর্তমানে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকে অভিনয় করছেন ৷ একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ তিনি মাঝে মাঝেই বেশ ভিডিও শ্যুট করে কাঁপান সোশ্যাল মিডিয়া ৷ রইল সেই ভিডিও ৷ দেখে নিন এক নজরে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোবিন্দ মেগাহিট ছবি, উদিত নারায়ণের সুপারহিট গানে ভিডিও শ্যুট অভিনেত্রীর, কাঁপল ফেসবুক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement