Roosha Chatterjee: এ কেমন রূপ? হ্যালোইনে 'লেডি ড্রাকুলা' লুকে রুশা, রেড হট কিলার লুকে কাঁপছে নেটপাড়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Roosha Chatterjee: সম্প্রতি হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ রুশা৷
কলকাতা: টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়কে নিয়ে সকলের যথেষ্ঠ কৌতুহল রয়েছে৷ হবে নাই বা কেন? দীর্ঘ ১৩ বছরের অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পেতেছেন রুশা চট্টোপাধ্যায়৷ অভিনেত্রীকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ বিয়ের পর কলকাতার পুজো কাটিয়ে স্বভাবতই মন খারাপ অভিনেত্রী৷ সেই কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন নায়িকা৷ তবে দুর্গাপুজোয় মন খারাপ হলেও হ্যালোইনটা চুটিয়ে এনজয় করছেন অভিনেত্রী৷
৩১ অক্টোবর সারা বিশ্বব্যাপী উদযাপিত হয় হ্যালোইন দিবস৷ গত কয়েক বছর ধরে হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয়৷ মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। বিশেষত,ভারতেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকী বাঙালির মধ্যেও এই উৎসব পালনের রীতি দেখা যাচ্ছে৷ সম্প্রতি হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ রুশা৷
advertisement
advertisement
advertisement
স্বামী অনুরণকে নিয়ে হ্যালোইন পার্টিতে সকলের নজর কেড়ে নিয়েছেন রুশা৷ ঠোঁটে লাল লিপস্টিক, কাজল টানা চোখ, বেরিয়ে রয়েছে ড্রাকুলার দাঁত, মুহূর্তে ভাইরাল হয়েছেন অভিনেত্রী৷ রেড হট লুকে হ্যালোইন পার্টিতে রুশাকে দেখে ভয় তো কেউ পাননি বরং কিলার লুকে কাঁপছে নেটপাড়া৷ কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ একজন কমেন্টে লিখেছেন- ‘শুনেছি এটা নাকি ভূতেদের পার্টি, আমার তো তোমাদের দেখে কেমন গা ছমছম করছে৷’ অন্য একজন লিখেছেন- ‘উফফ! ড্রাকুলা ও যে এত সুন্দরী হয়৷’
advertisement
সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ অভিনয়ের কেরিয়ারে ইতি টেনে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা৷ বিয়ের পরই নায়িকার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল৷ এমনকী স্বামীকে নিয়েও কড়া ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন নায়িকা৷ গুঞ্জনে এও শোনা গিয়েছিল বিদেশে গিয়ে ভাল নেই রুশা৷ সোশ্যাল মিডিয়াতেও খুব একটা দেখা যেত না৷ তখনই শুরু হয়েছিল সমালোচনা৷ যদিও সমালোচনাকে পাত্তা দেননি রুশা৷ সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক কতটা প্রেমে মজে আছেন, ফের তার প্রমাণ দিলেন নায়িকা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 4:47 PM IST