হোম /খবর /বিনোদন /
স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল নেটপাড়া

Viral Photos: স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল সাইবারবাসী

স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল নেটপাড়া

স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল নেটপাড়া

Viral Photos: হাডসন নদীর ধারে বরকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত রুশা৷ নায়িকার এই অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়৷

  • Share this:

কলকাতা: সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ অভিনয়ের কেরিয়ারে ইতি টেনে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা৷ বিয়ের পরই নায়িকার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল৷ এমনকী স্বামীকে নিয়েও কড়া ট্রোলিংয়ের মুখে পড়েছিলে নায়িকা৷ যদিও সমালোচনাকে পাত্তা দেননি রুশা৷ সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক কতটা প্রেমে মজে আছেন, তার প্রমাণ দিলেন নায়িকা৷

বর্তমানে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন রুশা৷ বরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্তে ফুটে উঠল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়৷ হাডসন নদীর ধারে বরকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত রুশা৷ নায়িকার এই অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়৷ নবদম্পতির রোম্যান্স দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷

আরও পড়ুন-কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং! কাছে পেয়ে যা করলেন ভক্তরা

আরও পড়ুন-সলমনকে খুনের হুমকি! লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ,তারপর যা হল…

রুশার স্বামী অনুরণ হট ছবি পোস্ট করে লেখেন- লাভিং অন দ্য এজ অর্থাৎ কিনারায় ভালবাসা৷ ডেনিম জিন্স ও মেরুন রঙের জ্যাকেট, স্লিং ব্যাগ, চোখে চশমা পরে দেখা গিয়েছে রুশাকে৷ অনুরণকে সাদা প্যান্ট, সাদা ও কালো চেক টি-শার্ট ও কালো রঙের লেদারের জ্যাকেট পরে দেখা গিয়েছে৷ এর আগেও হাডসন নদীর ধারে দাঁড়িয়ে বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন রুশা৷ সেই রোম্যান্টিক ছবির ক্যাপশনেও অভিনেত্রী দিয়েছিলেন বিশেষ বার্তা৷ যেখানে লেখা ছিল-ভালবাসার ভরা সেই হাসি, তোমায় ভালবাসি বর৷ সেই ছবিই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ বরকে নিয়ে হাজার সমালোচনার মুখে পড়লেও তারা কতটা প্রেমে রয়েছেন, তা ছবিতেই প্রমাণ মিলল৷

Published by:Riya Das
First published:

Tags: Roosha Chatterjee, Tele Actress, Viral Photos