Viral Photos: স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল সাইবারবাসী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral Photos: হাডসন নদীর ধারে বরকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত রুশা৷ নায়িকার এই অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়৷
কলকাতা: সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ অভিনয়ের কেরিয়ারে ইতি টেনে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা৷ বিয়ের পরই নায়িকার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল৷ এমনকী স্বামীকে নিয়েও কড়া ট্রোলিংয়ের মুখে পড়েছিলে নায়িকা৷ যদিও সমালোচনাকে পাত্তা দেননি রুশা৷ সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক কতটা প্রেমে মজে আছেন, তার প্রমাণ দিলেন নায়িকা৷
বর্তমানে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন রুশা৷ বরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্তে ফুটে উঠল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়৷ হাডসন নদীর ধারে বরকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত রুশা৷ নায়িকার এই অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়৷ নবদম্পতির রোম্যান্স দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷

advertisement
advertisement
রুশার স্বামী অনুরণ হট ছবি পোস্ট করে লেখেন- লাভিং অন দ্য এজ অর্থাৎ কিনারায় ভালবাসা৷ ডেনিম জিন্স ও মেরুন রঙের জ্যাকেট, স্লিং ব্যাগ, চোখে চশমা পরে দেখা গিয়েছে রুশাকে৷ অনুরণকে সাদা প্যান্ট, সাদা ও কালো চেক টি-শার্ট ও কালো রঙের লেদারের জ্যাকেট পরে দেখা গিয়েছে৷ এর আগেও হাডসন নদীর ধারে দাঁড়িয়ে বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন রুশা৷ সেই রোম্যান্টিক ছবির ক্যাপশনেও অভিনেত্রী দিয়েছিলেন বিশেষ বার্তা৷ যেখানে লেখা ছিল-ভালবাসার ভরা সেই হাসি, তোমায় ভালবাসি বর৷ সেই ছবিই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ বরকে নিয়ে হাজার সমালোচনার মুখে পড়লেও তারা কতটা প্রেমে রয়েছেন, তা ছবিতেই প্রমাণ মিলল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 4:41 PM IST