Arijit Singh: কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং! কাছে পেয়ে যা করলেন ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Arijit Singh: কনসার্ট চলাকালীন প্রিয় গায়ক কাছে আসতেই পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী৷ অরিজিৎও তাকে নিরাশ করেননি বরং তার হাত থেকে পপকর্নের বাক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে৷
মুম্বই: আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷ তার একটা বার কাছ থেকে দেখার জন্য পাগল হয়ে যান ভক্তরা৷ গত রবিবরাই ঔরঙ্গাবাদে কনসার্ট ছিল গায়কের৷ সেই কনসার্ট এখন সকলের মুখে মুখে৷ এতক্ষণে সকলেই জানেন এই কনসার্টে গিয়েই আহত হয়েছেন অরিজিৎ সিং৷ এক মহিলা অনুরাগী গায়কের হাত টানতেই ব্যথা পান তিনি, তারপরও শো বন্ধ না করে একটানা অনুষ্ঠান চালিয়ে যান৷ ভক্তের উপরে চটে না গিয়ে তাকে বোঝান গায়ক৷ ইতিমধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
ভক্তদের আবদার মেটাতে কত কী যে করতে হচ্ছে তা তারকারাই জানেন৷ এবার কনসার্টের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে চমকে যাবেন৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কনসার্ট চলাকালীন প্রিয় গায়ক কাছে আসতেই পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী৷ অরিজিৎও তাকে নিরাশ করেননি বরং তার হাত থেকে পপকর্নের বাক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে৷ অরিজিতকে সামনে পেয়ে তখন পাগলের মতো অবস্থা অনুরাগীদের৷ পপকর্ন খেয়ে ফের গান গাইতে শুরু করেন অরিজিৎ৷ ভিডিওর ক্যাপশনে লেখা-রবিবার রাতের কনসার্টে ভক্তদের পাগলামো ছিল চূড়ান্ত৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
advertisement
অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 11:52 AM IST