Arijit Singh: কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং! কাছে পেয়ে যা করলেন ভক্তরা

Last Updated:

Arijit Singh: কনসার্ট চলাকালীন প্রিয় গায়ক কাছে আসতেই পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী৷ অরিজিৎও তাকে নিরাশ করেননি বরং তার হাত থেকে পপকর্নের বাক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে৷

জন্মদিনে তিনি কোনও হইচই চান না। বরং একটু অন্যভাবেই জন্মদিনটা পালন করতে চান অরিজিৎ সিং। কীভাবে পালন হবে ছেলের জন্মদিন, জানালেন তাঁর বাবা সুরেন্দ্র সিং
জন্মদিনে তিনি কোনও হইচই চান না। বরং একটু অন্যভাবেই জন্মদিনটা পালন করতে চান অরিজিৎ সিং। কীভাবে পালন হবে ছেলের জন্মদিন, জানালেন তাঁর বাবা সুরেন্দ্র সিং
মুম্বই: আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷ তার একটা বার কাছ থেকে দেখার জন্য পাগল হয়ে যান ভক্তরা৷ গত রবিবরাই ঔরঙ্গাবাদে কনসার্ট ছিল গায়কের৷ সেই কনসার্ট এখন সকলের মুখে মুখে৷ এতক্ষণে সকলেই জানেন এই কনসার্টে গিয়েই আহত হয়েছেন অরিজিৎ সিং৷ এক মহিলা অনুরাগী গায়কের হাত টানতেই ব্যথা পান তিনি, তারপরও শো বন্ধ না করে একটানা অনুষ্ঠান চালিয়ে যান৷ ভক্তের উপরে চটে না গিয়ে তাকে বোঝান গায়ক৷ ইতিমধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
ভক্তদের আবদার মেটাতে কত কী যে করতে হচ্ছে তা তারকারাই জানেন৷ এবার কনসার্টের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে চমকে যাবেন৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কনসার্ট চলাকালীন প্রিয় গায়ক কাছে আসতেই পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী৷ অরিজিৎও তাকে নিরাশ করেননি বরং তার হাত থেকে পপকর্নের বাক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে৷ অরিজিতকে সামনে পেয়ে তখন পাগলের মতো অবস্থা অনুরাগীদের৷ পপকর্ন খেয়ে ফের গান গাইতে শুরু করেন অরিজিৎ৷ ভিডিওর ক্যাপশনে লেখা-রবিবার রাতের কনসার্টে ভক্তদের পাগলামো ছিল চূড়ান্ত৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
advertisement
অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh: কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং! কাছে পেয়ে যা করলেন ভক্তরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement