Bhalobasha Mane-Wrong Milanti: ভালবাসা মানে আর্চিজ গ্যালারির দিন শেষ, নতুন প্রজন্মের মনের কথা গানের সুরে বলছে Wরং মিলান্তি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
প্রতি প্রেমে ধরা উদ্বেল হৃদয়ের সুর, বন্ধুত্ব আর ভালবাসার মধ্যে থেকে কোনও একটা বেছে নেওয়ার টানাপোড়েন।
কলকাতা: রঙ মিলান্তির খেলা বদলে যেতেই পারে ‘Wরং মিলান্তি’ হয়ে। কার মনের কোন কোণে কার আনাগোনা, সে কথার উত্তর দেওয়া বড় সহজ নয়। সেই উত্তর যদিও উত্তরবঙ্গের প্রেক্ষাপটে রুপোলি পর্দায় বুনেছেন পরিচালক শুভাঞ্জন বসু। ফিল্মস অ্যান্ড ফ্রেমসের প্রযোজনায় KLIKK OTT-র পর্দায় ধরা দেবে সেই ভালবাসার কথা। যার প্রিমিয়ারও সম্প্রতি হয়ে গিয়েছে।
সেই পর্ব পেরিয়ে এসে এবার গান মুক্তির পালা। এক সময়ে নতুন প্রজন্ম বুঁদ ছিল ভালবাসা মানে আর্চিজ গ্যালারির সুরে। কিন্তু ভালবাসার মানে কি প্রজন্মের হাত ধরে বদলে যায়? না কি তার মূল সুর একই থাকে? সেই প্রশ্নের জবাব দিচ্ছে Wরং মিলান্তির লিরিক ভিডিও ভালবাসার মানে। যার প্রতি প্রেমে ধরা উদ্বেল হৃদয়ের সুর, বন্ধুত্ব আর ভালবাসার মধ্যে থেকে কোনও একটা বেছে নেওয়ার টানাপোড়েন।
advertisement
advertisement
গানটি গেয়েছেন কাজল চট্টোপাধ্যায় এবং আলাপ বসু। প্রাঞ্জল দাসের কথা, সুর ও সঙ্গীত নির্দেশনায় তা এক অন্য মাত্রা পেয়েছে। পরিচালক নিজেও উত্তরবঙ্গের ছেলে, তাঁর গল্পের প্রতি কোণে ক্যামেরা তুলে এনেছে উত্তরবঙ্গের আনাচকানাচ। এই লিরিক ভিডিওতেও সেই ছোঁয়া রয়েছে। যদিও এখানে নিসর্গ শুধুই ভালবাসার পরিসর বুনে চলে না, তা মন খারাপের কথাও বলে।
advertisement
কেন না, ৬৭ বার বিয়ে ভাঙার পরে সূর্যর সঙ্গে যখন কর্নেল সেনগুপ্তর মেয়ে হিয়ার দেখা হয়, সে আবার নতুন করে বুক বাঁধে। প্রতিবারের মতো এবারেও বন্ধুকে হারানোর ভয় থেকে শাওন সূর্যর বিয়ে ভাঙতে গিয়ে নিজের হৃদয় হারায়, বন্ধুরও হৃদয় ভেঙে দেয়। এই ত্রিকোণ ভালবাসার জটিলতার ঝলকই উঠে এসেছে গানের লিরিক ভিডিওতে।
advertisement
গানে যদিও বলা হয়েছে- ভালবাসা মানে আমি তোমায় বুঝি! এর চেয়ে সহজ করে মনের কথা বলা যায় না। কিন্তু সেই তুমি আসলে কে?
উত্তর KLIKK OTT-র পর্দায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 10:35 AM IST