Tathagata Mukherjee: যৌনকর্মীর ভূমিকায় রুকমা, পড়লেন আসল গুন্ডাদের কবলে, বিস্ফোরক অভিযোগ তথাগতর

Last Updated:

Tathagata Mukherjee: যখন তখন বাইকে চেপে লোকে এসে গুন্ডাগিরি করে যাচ্ছিলেন বলে দাবি পরিচালকের। কখনও আবার মত্ত ব্যক্তি ক্যামেরার সামনে চলে আসছিলেন।

#কলকাতা: মোট সাতদিনে শ্যুটিং সেরেছেন তথাগত মুখোপাধ্যায়। সিঙ্গল শট-এ গোটা ছবি বানাচ্ছেন তিনি। ‘গোপনে মদ ছাড়ান’। ছবির শ্যুটিং হয়েছে উত্তর কলকাতায়, বাগবাজারে। কিন্তু পরিচালক প্রতিজ্ঞা করেছেন, কখনও গঙ্গার ঘাট প্রয়োজন পড়লে সোদপুর চলে যাবেন বা অন্য কোথাও। কিন্তু বাগবাজারে কখনও শ্যুট করবেন না। ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন সব কলাকুশলী। ভাবলেও আঁতকে উঠছেন তথাগত? বিস্তারিত জানালেন নিউজ18 বাংলাকে।
লালবাজার থেকে পুলিশের অনুমতি নিয়ে নিয়েছিলেন তথাগতরা। মোট ৭০-৮০ জনের টিম নিয়ে শ্যুট হয়েছে। রাত ৮-৯টায় লোকেশনে পৌঁছে গেলেও সাড়ে রাত ১০টার আগে কোনও মতেই শ্যুট শুরু করতে পারছিলেন না তাঁরা। বিভিন্ন সময়ে বিভিন্ন লোক এসে ঝামেলা পাকাচ্ছে। এবং সেই ঝামেলা চলছে রাত ১টা বা কখনও কখনও দুটো পর্যন্তও।
advertisement
advertisement
স্থানীয় কোঅর্ডিনেটর থাকলেও তাঁরা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। তাঁদের সম্পূর্ণ পারিশ্রমিক দেওয়া সত্ত্বেও কোনও সুবিধ পাননি পরিচালক। যখন তখন বাইকে চেপে লোকে এসে গুন্ডাগিরি করে যাচ্ছিলেন বলে দাবি পরিচালকের। কখনও আবার মত্ত ব্যক্তি ক্যামেরার সামনে চলে আসছিলেন।
একটি শটে রুকমা যৌনকর্মী সেজে অভিনয় করছিলেন। ক্যামেরা চলছিল একটানা। তাই কলাকুশলীরা নানা জায়গায় লুকিয়ে দাঁড়িয়েছিলেন। রুকমাকে একা দেখে আচমকা একটি বাইকে দু'জন এসে নাকি তাঁর সামনে দাঁড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কলাকুশলীরা বেরিয়ে আসায় তাঁরা পালিয়ে যায়, জানালেন তথাগত। তা ছাড়া ক্যামেরা দেখে ইচ্ছে করে নাকি বাইকে করে যাতায়াত করছিল লোকেরা। এলাকার মানুষকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছিল, তার পরও কেউ কেউ হঠাৎ হঠাৎ এসে টাকার দাবি করেছেন বলে জানালেন তথাগত। সঙ্গে গালিগালাজ তো চলছেই। পরিচালকের আক্ষেপ, 'ভটভটি'র শ্যুটিংয়ের সময়ে এমন ঘটনার সম্মুখীন হননি তিনি। বাগবাজারে দিনের বেলা একেবারে অন্য চেহারা দেখা যায়। রাতের বেলা পাল্টে যায় সব।
advertisement
যেহেতু সিঙ্গল শটের ছবি, তাই বার বার কাজ থামিয়ে নতুন করে শ্যুট শুরু করতে হয়েছে তথাগতদের। ভোর ৪-৫টার আগে কোনও দিনই প্যাক আপ হয়নি। তার পরেও যে কাজ শেষ কর‍তে পেরেছেন, এবং শ্যুট ভাল হয়েছে, সেটা ভেবেই স্বস্তিতে পরিচালক। তথাগতর কথায়, "দর্শককে প্রতিশ্রুতি দিয়েছিলাম, অন্য ধরনের অভিজ্ঞতা হবে এই ছবিটি দেখলে। সেই কথা রাখব আমি।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tathagata Mukherjee: যৌনকর্মীর ভূমিকায় রুকমা, পড়লেন আসল গুন্ডাদের কবলে, বিস্ফোরক অভিযোগ তথাগতর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement