Tasnia Farin Marriage: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, আলাপ করালের স্বামীর সঙ্গে! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tasnia Farin Marriage: তাসনিয়া ফারিন বিয়ে করলেন। লাল শাড়িতে কনের সাজে ভাইরাল তাঁর ছবি।
ঢাকা: বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। বাংলাদেশের পাশাপাশি এদেশেও তিনি খুবই পরিচিত হয়ে উঠেছেন। ওটিটির ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাসনিয়া।
এর আগে নিজের ব্যক্তিগত সম্পর্ককে সব সময়েই প্রচারের আড়ালে রাখতে চেয়েছেন অভিনেতা। তবে সোমবার অনুরাগীদের সুখবর জানালেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর বুকে মাথা রেখে কনের সাজে সেজে দারুণ একটি ছবি শেয়ার করেছেন তাসনিয়া। ফেসবুকের পোস্টে জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
তাসনিয়া পোস্টে লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগাস্ট পরিণতি পেল। সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি। ও বিদেশে থাকে বলে খুব দ্রুত সব করতে হয়েছে। কিন্তু ও দেশে ফিরলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটা ছোট্ট অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে।’
advertisement
আরও পড়ুন: অধিক মাসে শ্রাবণের শিবরাত্রি, ১৫০ বছর পর এই চার রাশির জীবনে হবে টাকার বন্যা!
পোস্টে প্রেমিকের নাম জানিয়েছেন তাসনিয়া। তাঁর স্বামীর নাম শেখ রেজওয়ান। কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন। তবে স্বামীর পুরো মুখ ছবিতে দেখাননি তাসনিয়া। সোশ্যাল মিডিয়ায় তাসনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 8:05 PM IST