Shreya Ghoshal: শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি নকল? হাড়হিম তথ্য ফাঁস গায়িকা সুচিত্রার! দাবি শুনেই রেগে আগুন ভক্তরা, তারপর...!

Last Updated:

Shreya Ghoshal: এবার স্বনামধন্য গায়িকা শ্রেয়ার নামে বিস্ফোরক অভিযোগ উঠে এল৷ তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা দাবি করেছেন, শ্রেয়ার কন্ঠস্বর নাকি পুরোপুরি নকল৷

শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি নকল?
শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি নকল?
বলিউড তথা টলিডডের স্বনামধন্য গায়িকাদের মধ্যে অন্যতম সেরার সেরা হলেন শ্রেয়া ঘোষাল৷ আসলে শ্রেয়ার নামটাই তাঁর ভক্তদের জন্য এক বিরাট পাওয়া৷ আসমুদ্র হিমাচল এই বঙ্গললনার কন্ঠের জাঁদুতে মাতোয়ারা৷ হিন্দি থেকে বাংলাতে তো অজস্র গায় গেয়ে সকলের মন তো জয় করে নিয়েছেনই পাশাপাশি দক্ষিণী ছবিতে সাফল্যের সঙ্গে প্লে ব্যাক করেছেন তিনি৷
দীর্ঘ বছর ধরে বলিউডে একাধিক গান ভক্তদের উপহার দিয়ে চলেছেন শ্রেয়া ঘোষাল৷ তাঁর গানের কনসার্ট দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ একাধিক পুরস্কারও রয়েছে বাঙালি গায়িকার ঝুলিতে৷ জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া অভিনেত্রীর কেরিয়ার গ্রাফও তুঙ্গে৷ এবার এই স্বনামধন্য গায়িকার নামে বিস্ফোরক অভিযোগ উঠে এল৷ যা শুনলে চমকে যাবেন আপনিও৷
advertisement
advertisement
তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা দাবি করেছেন, শ্রেয়ার কন্ঠস্বর নাকি পুরোপুরি নকল৷ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল গায়িকা৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা অভিযোগ করেছেন, শ্রেয়া ঘোষালের গলার স্বর পুরো ভুয়ো৷ ওনার গলায় কোনও অনুভূতি নেই৷ উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন৷ অনুভূতিহীন কন্ঠ৷ একথা শুনে রেগে আগুন হয়েছেন শ্রেয়ার ভক্তরা৷
advertisement
advertisement
শ্রেয়ার উপর এই অভিযোগ আনার পরই ফুঁসে উঠেছেন শ্রেয়ার ভক্তরা৷ একজন লেখেন, এই প্রথমবার মিউজিক ইন্ডাস্ট্রির কেউ শ্রেয়াকে নিয়ে এবং তাঁর গলা নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন৷ ভেবেই অবাক লাগছে৷ আরেকজন কমেন্টে বলেন, কে এই মহিলা? কী যোগ্যতা আছে শ্রেয়াকে নিয়ে এই মন্তব্য করার৷ আসলে সবটাই প্রচারের আলোয় আসার চেষ্টা মাত্র৷ অন্য একজন লেখেন, এই মহিলা নিজেও জানেন না উনি কী বলছেন৷ ঈশ্বর একে ক্ষমা করো৷ তবে শ্রেয়া ঘোষাল প্রথম নন, এর আগেও শাহরুখ খান, করণ জোহর-কে নিয়েও ভয়ঙ্কর খারাপ অভিযোগ এনেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি নকল? হাড়হিম তথ্য ফাঁস গায়িকা সুচিত্রার! দাবি শুনেই রেগে আগুন ভক্তরা, তারপর...!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement