Daniel Balaji Dies: মাত্র ৪৮-এই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, থেমে গেল পথ চলা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Daniel Balaji Dies: হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৮।
তামিলনাড়ু: প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার, ২৯ মার্চ রাতে মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৮।
চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এক্স-এ (অতীতে যা ট্যুইটার বলে পরিচিত ছিল) তিনি লেখেন, “ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। ভেট্টইয়াডু ভিলায়াডু, পোলাধবন-খল চরিত্রে তাঁর কণ্ঠ ও অভিনয় কে ভুলতে পারে!”
ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর তাঁর অনুরাগী এবং সহকর্মীদের হতবাক করেছে। পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, “খবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভাল বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
advertisement
advertisement
ড্যানিয়েল বালাজি ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। তিনি গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তীতে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবন-সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 8:34 AM IST