Tamannaah Bhatia: 'প্রেম খুঁজে পাওয়া অতটাও কঠিন নয়' জীবনে ভালবাসা রয়েছে প্রচুর, অকপট তমান্না

Last Updated:

Tamannaah Bhatia: দিন কয়েক আগেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেছেন৷ এবার রিলেশনশিপ নিয়ে পরামর্শ দিলেন নায়িকা৷

মুম্বই: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তমান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার রিলেশনশিপ নিয়ে চর্চা চলছেই৷ দিন কয়েক আগেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করেছেন৷ তারপর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ‘লাস্ট স্টোরিজ ২’-এ অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷ বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত সিরিজেই বিজয়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন তমান্না৷
তবে ওয়েবসিরিজের আগেও চলতি বছরে একটি পার্টিতে তাদের চুম্বনের ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়৷ এতদিন নিজেদের সম্পর্ককে স্পটলাইট থেকে দূরে সরিয়ে রাখলেও এবার রিলেশনশিপ নিয়ে পরামর্শ দিলেন নায়িকা৷ ২০২২ সালে ডিসেম্বরে ফিল্মফেয়ারের শ্যুটের সময়, তমান্না সিঙ্গলদের জন্য ডেটিং টিপস দিয়েছিলেন। তমান্না বলেন, ইতনা নেহি সোচনেকা, আমার মনে হয় আপনি পারবেন না, আপনি এটা নিয়ে বেশি ভাবতে পারবেন না। আমি এমন অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছি যারা বিবাহিত এবং তারা নিজেদের সম্পর্ক নিয়ে খুব খুশি। তারা হল ‘শুধু ঠাণ্ডা হও এবং রিল্যাক্স হও এবং বয়ে যেত দাও।’
advertisement
advertisement
তমান্না আরও বলেন, এটি একটি পরামর্শ যা আমি নিজেকে দিতে চাই, কোনও কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা না করাই ভাল। এছাড়াও,সবার আগে আমি মনে করি নিজেকে সবচেয়ে বেশি ভালবাসতে হবে। এমন কাউকে খুঁজে পেতে আপনাকে সত্যিই নিজেকে ভালবাসতে হবে যে আপনাকে একইভাবে ভালবাসতে পারে। আমি মনে করি না যে আর ভালোবাসা পাওয়া এত কঠিন।গত সপ্তাহেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তমান্না এবং বিজয়ও ভীষণ খুশি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছেন,’লাস্ট স্টোরিজ ২’-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷ তমান্না আরও জানিয়েছেন, আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি৷ আমি নিজে ভীষণ কৃতজ্ঞ সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tamannaah Bhatia: 'প্রেম খুঁজে পাওয়া অতটাও কঠিন নয়' জীবনে ভালবাসা রয়েছে প্রচুর, অকপট তমান্না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement