'Taarak Mehta' Actor Missing: ৫ দিন ধরে নিখোঁজ অভিনেতা! ফ্লাইট ধরার কথা ছিল সকালে, রাতে রাস্তায় একী করছেন! CCTV ফুটেজে বিস্ফোরক তথ্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
'Taarak Mehta' actor Gurucharan Singh: ২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরার কথা ছিল। পুলিশ তাদের প্রাথমিক তদন্তে বলেছে, তিনি ফ্লাইটে চড়েননি। গুরুচরণের ফোন নম্বর ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল।
নয়াদিল্লি: গত ৫ দিন নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। জনপ্রিয় টিভি শো-তে রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করতেন তিনি। নিখোঁজ হওয়ার পরে দিল্লি পুলিশ একটি অপহরণ মামলা দায়ের করে। সম্প্রতি, আজ, শনিবার সিসিটিভিতে ২২ তারিখের ফুটেজে ধরা পড়েছে অভিনেতার ভিডিও।
সিসিটিভি ফুটেজে গুরুচরণকে গত ২২ এপ্রিল রাত ৯.১৪ মিনিটে দিল্লির পালম এলাকায় পরশুরাম চকে দেখা গিয়েছে৷ পিঠে একটি ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে এবং তদন্তের জন্য ৫০ বছরের অভিনেতার ব্যাঙ্ক স্টেটমেন্টও খুঁতিয়ে দেখা হবে।
advertisement
advertisement
গুরুচরণের বাবা হারগীত সিং শুক্রবার (২৬ এপ্রিল) দিল্লির পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন এবং পরে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৫ ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়।
২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরার কথা ছিল। পুলিশ তাদের প্রাথমিক তদন্তে বলেছে, তিনি ফ্লাইটে চড়েননি। গুরুচরণের ফোন নম্বর ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল, যার মাধ্যমে একাধিক লেনদেন করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2024 9:39 PM IST