Swagatalakshmi Dasgupta: ‘কে স্বাগতালক্ষ্মী? গেট আউট ফ্রম হিয়ার!’ বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়ে চরম হেনস্থার শিকার শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

Last Updated:

Swagatalakshmi Dasgupta: তাঁর ছাত্রছাত্রীরা তাঁকে ‘আকাশ’ বলে ডাকেন৷ বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়ে তাঁদের ‘আকাশ’-এর এই হেনস্থা তাঁরা কোনওমতেই মানতে পারছেন না৷

Swagatalakshmi Dasgupta
Swagatalakshmi Dasgupta
কলকাতা : বিয়েবাড়িতে গিয়ে চরম হেনস্থার শিকার শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ৷ সম্প্রতি তিনি আমন্ত্রিত ছিলেন তাঁর ছাত্রসম এক ভক্তর বিয়েতে ৷ কিন্তু দমদমের প্রাইভেট রোডে সেই বিয়েবাড়িতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় শিল্পীকে ৷ বিয়ের কনের মায়ের মুখে শুনতে হয় ‘কে স্বাগতালক্ষ্মী?’ তাঁর মতো শিল্পীর এহেন অভিজ্ঞতায় ক্ষোভে ও প্রতিবাদে সোচ্চার তাঁর ছাত্রছাত্রীরা ৷
স্বাগতালক্ষ্মী জানালেন, ‘‘আমি তো এখন বিয়েবাড়িতে যাই-ই না ৷ অনেক দিন পর এই আমন্ত্রণে গিয়েছিলাম ৷ যার বিয়ে সে আমার ছাত্রসম ভক্ত ৷ সে এবং তার মা অনেক বার করে আমাকে যেতে বলেছিলেন বিয়েতে৷ তাই না গিয়ে পারিনি৷’’ কিন্তু বিয়েবাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কী হল? জানালেন সে কথাও৷ তিনি সবে বিয়েবাড়িতে গিয়ে কনের হাতে তুলে দিয়েছেন উপহার৷ স্বভাবতই তিনি কোনও জায়গায় গেলে তাঁর সঙ্গে ছবি তুলতে আগ্রহী হন উপস্থিত সকলেই৷ এখানেও তার ব্যতিক্রম হয়নি৷ বিয়ের বরকনে ও অন্যান্যদের সঙ্গে তিনি গ্রুপ ছবি তোলেন৷
advertisement
এর পর শিল্পীকে বরের মা এক পেয়ালা কফি নেওয়ার জন্য অনুরোধ করেন৷ তার পরই হঠাৎ চিৎকার ভেসে আসে ‘কে, কে স্বাগতালক্ষ্মী?’ চিৎকার করেছিলেন কনের মা৷ এখানেই শেষ নয় ৷ শিল্পীর অভিযোগ, তাঁর সামনে দাঁড়িয়ে সরাসরি তাঁকে বিয়েবাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন ওই মহিলা৷ চেঁচিয়ে বলে ওঠেন, ‘‘কে স্বাগতালক্ষ্মী? আই অ্যাম রাখী রায়৷’’ জানা গিয়েছে কসবাবাসী ওই মহিলা নিজেও একজন শিল্পী৷ তাঁর মতো একজন সুবেশা নারীর মধ্যে মহিষাসুরের রূপ দেখে হতবাক হয়ে যান স্বাগতালক্ষ্মী৷
advertisement
advertisement
আরও পড়ুন : ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ ফেসবুকে কবিতার পর প্রশ্ন রূপঙ্করের স্ত্রীকে
তবে তিনি ওই পরিস্থিতি আর জটিল করে তুলতে চাননি৷ তাঁর এই হেনস্থায় ভেঙে পড়েন এক ছাত্রী৷ শুরু করেন কান্নাকাটি৷ কিন্তু ছাত্রছাত্রীদের অনুরোধেও স্বাগতালক্ষ্মী পুলিশে অভিযোগ জানাতে যাননি৷ তবে তাঁর ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদে সোচ্চার৷ সেখানে তাঁদের তিনি বাধা দেননি৷ তাঁর ছাত্রছাত্রীরা তাঁকে ‘আকাশ’ বলে ডাকেন৷ বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়ে তাঁদের ‘আকাশ’-এর এই হেনস্থা তাঁরা কোনওমতেই মানতে পারছেন না৷
advertisement
প্রসঙ্গত অভিযুক্ত রাখী রায় পরিচিত ঝর্না বন্দ্যোপাধ্যায় নামেও৷ তিনি কি মানসিক রোগী? নাকি তিনি নিজেও শিল্পী বলে অসূয়াবশত এই আচরণ করেছেন স্থানকালপাত্র ভুলে গিয়ে? এর উত্তর খুঁজছেন স্বাগতালক্ষ্মী নিজেও৷
আরও পড়ুন : ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখল? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর
তাঁর নিজের বউভাতের অনুষ্ঠানে ‘আকাশ’-এর অনভিপ্রেত অভিজ্ঞতার পর অনেক বার ক্ষমা চেয়ে নিয়েছেন স্বাগতালক্ষ্মীর ওই ছাত্রসম ভক্ত ও তাঁর পরিবার৷ শিল্পী নিজেও নিজেকে অপমানিত বলে মনে করছেন না৷ চাননি, কোথাও এই খবর প্রকাশিত হোক৷ কিন্তু তাঁর ছাত্রছাত্রীদের ফেসবুক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে খবরটি৷ ব্যথিত কণ্ঠে শুধু বললেন ‘‘অন্যকে আঘাত করলে ভগবান কিন্তু ক্ষমা করেন না৷’’
advertisement
আরও পড়ুন : লাজুক ছিলেন প্রেমপর্বে, স্ত্রীর সঙ্গে কেকে-এর আশৈশব সম্পর্ক ভেঙে গেল খর জ্যৈষ্ঠে
সেদিন কসবাবাসী ওই মহিলার মুখে ‘গেট আউট ফ্রম হিয়ার’ শুনে তিনি বিয়েবাড়ি থেকে নীরবেই চলে গিয়েছেন৷ কিন্তু এত কিছুর পরও মানহানির মামলা বা অভিযোগ কিছুই করতে চান না তিনি৷ কারণ তাঁর বক্তব্য, এর ফলে তাঁর মান বা সম্মানের কোনওভাবেই হানি হয়নি৷ গায়ে না মাখলে আবার অপমান কীসের? প্রশ্ন স্বাগতালক্ষ্মীর৷ তাঁর কথায়, ‘‘রাস্তায় তো কত কিছুই হয়৷ কত দুর্ঘটনা হয়৷ সে সব কি আমরা মনে রাখি? আমি কিন্তু একে নিজের অপমান বলে মনে করিনি৷ তবে পুরনো দিনের মানুষ তো আমি৷ আমার কাছে ন্যায় মানে ন্যায়৷ অন্যায় মানে অন্যায়৷’’
advertisement
এই ভাবেই স্পষ্টভাষায় তিনি প্রতিবাদ জানালেন কেকে-এর প্রতি রূপঙ্করের বক্তব্যেরও৷ বললেন, বিয়েবাড়িতে ওই মহিলার মুখে ‘কে স্বাগতালক্ষ্মী?’ শোনার পর মনে হয়েছিল যেন অবিকল রূপঙ্করে মুখে ‘হু ইজ কেকে, ম্যান?’ শুনতে পাচ্ছেন৷ রূপঙ্করের মতো একজন জনপ্রিয় ও সফল গায়কের কাছ থেকে তিনি এটা আশা করেননি৷ স্পষ্ট জানালেন যশস্বী স্বাগতালক্ষ্মী৷ বললেন, ‘‘এটা মানুষের নীতির ব্যাপার৷ আমরা অনেক কিছু চাই৷ কিন্তু শব্দ হল বাণ৷ এক বার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না৷ আমাদের না পাওয়া থেকে এই অসহিষ্ণুতা বেরিয়ে আসে৷ একজন শিল্পীর কাছ থেকে এই ধরনের শিশুসুলভ অপরিণত আচরণ কাম্য নয়৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Swagatalakshmi Dasgupta: ‘কে স্বাগতালক্ষ্মী? গেট আউট ফ্রম হিয়ার!’ বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়ে চরম হেনস্থার শিকার শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement