'আপাতত হুইলচেয়ারই আমার সঙ্গী', নতুন ধারাবাহিক শুরু হতেই গুরুতর আহত সুস্মিতা
- Published by:Sanchari Kar
Last Updated:
সুস্মিতা আঘাত পাওয়ার পর তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। দিন চারেক মতো সম্পূর্ণ বিশ্রামে ছিলেন অভিনেত্রী।
#কলকাতা: মাত্র কয়েক দিন হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক। আর তারই মধ্যে গুরুতর আহত অভিনেত্রী সুস্মিতা দে। 'পঞ্চমী' ধারাবাহিকের সেটে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে চোট পান তিনি। আপাতত হুইলচেয়ার তাঁর নিত্য দিনের সঙ্গী।
নিউজ18 বাংলাকে সুস্মিতা বলেন, "সপ্তাহ খানেক ঘটনাটা ঘটেছে। একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে আচমকাই পড়ে যাই। সিঁড়ির কোণে আমার কোমরে ধাক্কা লাগে। শিরদাঁড়ার ঠিক পাশেই আঘাত পেয়েছি। তবে আপাতত ব্যথা কিছুটা কমেছে। আগের থেকে কিছুটা ভাল আছি।"
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
advertisement
advertisement
সুস্মিতা আঘাত পাওয়ার পর তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। দিন চারেক মতো সম্পূর্ণ বিশ্রামে ছিলেন অভিনেত্রী। তাঁর কথায় "চেষ্টা করছি কম চলাফেরা করার। খুব বেশি নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যেতে পারে। আপাতত তাই হুইলচেয়ার আমার বেশ কিছু দিনের সঙ্গী।"
advertisement
প্রথম থেকেই দর্শকদের মন জয়ে সফল 'পঞ্চমী'। ইতিমধ্যেই টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 9:08 PM IST