Sushant Singh Rajput Birth Anniversary : 'তোমার সব স্বপ্ন পূরণ করব', সুশান্তের জন্মদিনে নতুন প্রতিজ্ঞা দিদি শ্বেতা সিং কীর্তির
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
জীবিত থাকলে আজ অভিনেতার বয়স হতো ৩৬ (Sushant Singh Rajput Birth Anniversary)। ২০২০-র ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর গোটা দেশকে চমকে দিয়েছিল।
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের জন্মদিন আজ। জীবিত থাকলে আজ অভিনেতার বয়স হতো ৩৬ (Sushant Singh Rajput Birth Anniversary)। ২০২০-র ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর গোটা দেশকে চমকে দিয়েছিল। ছোটপর্দায় সফল হয়ে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। প্রথম ছবি 'কাই পো চে' সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। তার পর যাত্রা থেমে থাকেনি। বহু ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু তাঁর যাত্রা থেমে যায় ২০২০-র ১৪ জুন। সোশ্যাল মিডিয়ায় আজ সুশান্তকে স্মরণ করছেন তাঁর পরিবার ও অনুরাগীরা।
সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি প্রায়ই প্রয়াত অভিনেতাকে নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে। শ্বেতা তাঁর ভাইয়ের জন্মদিন (Sushant Singh Rajput Birth Anniversary) উপলক্ষে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। ভিডিওয় সুশান্তের নানা মুহূর্তের টুকরো টুকরো ছবি রয়েছে। বিভিন্ন ছবিরও অংশ রয়েছে। মৃত্যুর মাস খানেক আগে সুশান্ত জানিয়েছিলেন তাঁর জীবনে ৫০টি স্বপ্ন আছে,যেগুলি তিনি পূরণ করতে চান। সুশান্তের হাতে লেখা সেই ৫০টি স্বপ্নের তালিকাও দেখা যায় খাতায়।
advertisement
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কীর্তি লিখেছেন, "শুভ জন্মদিন ভাই। আমরা তোমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তোমার ধারা বজায় থাকবে।" ২০২১ এর মে মাসেও একটি পোস্ট কীর্তি একটি পোস্টে লিখেছিলেন, "শারীরিক ভাবে প্রায় এক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওর মূল্যবোধ এখনও রয়েছে।" কীর্তি আরও লিখেছিলেন যে তিনি হিমালয়ে গিয়ে ভাইয়ের ভালো ও খারাপ সব স্মৃতিচারণ করতে চান। আজও সোশ্যালে অভিনেতাকে নানা পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছিল, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। কিন্তু সুশান্তের অনুরাগীরা তা মানতে রাজি হননি। তাই ঘটনা নিয়ে চলে বহু চাপান উতর। সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার দাবি করেন তাঁর অনুরাগীরা। যদিও তদন্তকারী সংস্থা জানায় এটি আত্মহত্যাই। তবে এখনও এই নিয়ে আলোচনা হয়, সুশান্তের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা?
advertisement
উল্লেখ্য, টেলিভিশনে অঙ্কিতা লোখান্ডের বিপরীতে পবিত্র রিশতায় অভিনয় করে নজর কেড়েছিলেন সুশান্ত। তাঁদের জুটি প্রশংসিত হয়েছিল। এর পরে একটি নাচের রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি। তার কিছুদিনের মধ্যেই বলিউডে কাজ করার সুযোগ পান। প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন দর্শকদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 9:32 AM IST