Sushant Singh Rajput Twitter: হঠাৎ জ্বলজ্বল করে উঠল সুশান্ত-সিদ্ধার্থের ট্যুইটার! নম্বর ভেরিফাই করলেন বলে দাবি

Last Updated:

Sushant Singh Rajput Twitter: সুশান্তের অ্যাকাউন্টে লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হল। কারণ অ্যাকাউন্টটির মালিক নিজেদের ট্যুইটার ব্লু-এ সাবস্ক্রাইব করিয়েছেন এবং ফোন নম্বর ভেরিফাই করিয়েছেন।’

সুশান্ত সিং রাজপুত-সিদ্ধার্থ শুক্ল
সুশান্ত সিং রাজপুত-সিদ্ধার্থ শুক্ল
মুম্বই: হঠাৎই জ্বলজ্বল করে উঠল প্রয়াত তারকাদের ট্যুইটার অ্যাকাউন্ট। ভেরিফায়েড হয়ে গেল প্রোফাইলগুলি। নামের পাশে বসল ‘ব্লু টিক’ চিহ্ন। গত সপ্তাহে টুইটারে নীল টিক হারিয়েছিলেন অনেকেই। সরানো হয়েছিল নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন। তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলির মতো ব্যক্তিত্বরা।
মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছিল, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, তাহলে খরচ করতে হবে ৮২ হাজার টাকা।
advertisement
কিন্তু আবার আচমকা ফিরিয়ে দেওয়া হল সেই ব্লু টিক। প্রয়াত বলি তারকা সুশান্ত সিং রাজপুত, সিদ্ধার্থ শুক্ল, প্রমুখের ট্য়ুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় চমকে উঠেছেন নেটিজেনরা। চারদিকে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই ঘটনাকে ‘অবাস্তব’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন।
advertisement
যেখানে সুশান্তের অ্যাকাউন্টে গেলে দেখতে পাওয়া যাচ্ছে একটি লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হল। কারণ অ্যাকাউন্টটির মালিক নিজেদের ট্যুইটার ব্লু-এ সাবস্ক্রাইব করিয়েছেন এবং ফোন নম্বর ভেরিফাই করিয়েছেন।’
advertisement
এমন বয়ান লেখা রয়েছে সিদ্ধার্থ শুক্ল থেকে শুরু একাধিক প্রয়াত তারকার অ্যাকাউন্টে। নেটিজেনদের নজর পড়েছে সেখানে। প্রসঙ্গত, এবার টাকা দিলে ট্যুইটারে বাড়ানো যাবে ফলোয়ারও। ইউটিউব-এর মতো নতুন আয়ের উপায় খুঁজছে ট্যুইটার। খোদ ইলন মাস্ক তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput Twitter: হঠাৎ জ্বলজ্বল করে উঠল সুশান্ত-সিদ্ধার্থের ট্যুইটার! নম্বর ভেরিফাই করলেন বলে দাবি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement